মালদা, 22 জুন: চারদিন পর খোঁজ মিলল একাদশ শ্রেণির ছাত্রীর (class eleven student)৷ পুকুর থেকে উদ্ধার হল মৃতদেহ (body found in pond)৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে ।
এই ঘটনায় গোড়া থেকেই রহস্যের গন্ধ পাচ্ছিলেন গ্রামবাসীরা । আজ সকালে ওই ছাত্রীর বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত বাড়ির সামনে কয়েক ফোঁটা রক্তের দাগ দেখতে পাওয়া যায় । ওই বাড়ি থেকে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার চিহ্নও দেখা যায় । দাগটি ওই বাড়ির পিছনে থাকা একটি পুকুর পর্যন্ত গিয়েছে । খবর পেয়ে পুলিশ গ্রামে তদন্তে আসে । পরিত্যক্ত বাড়িটি থেকে উদ্ধার হয় ওই কিশোরীর অন্তর্বাস । সেটি তাঁর মেয়ের বলে চিহ্নিত করেছেন নাবালিকার মা। নিখোঁজ ছাত্রীর বাড়িতে থাকা তার ব্যাগ থেকে প্রেম সম্পর্কিত একটি চিঠিও উদ্ধার হয় ৷ তবে কাকে উদ্দেশ্য করে ওই চিঠি লেখা হয়েছে, তা এখনও জানতে পারেনি পুলিশ । পুকুরেও তল্লাশি চালানো হয় ৷ সেই তল্লাশিতেই উদ্ধার হয় দেহ (Four days later body of a missing Malda student found in pond)৷
এর আগে 19 জুন মালদা থানায় অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রীর মা ৷ তিনি পুলিশকে জানান, গত 18 জুন রাত ন’টা নাগাদ গ্রামেরই এক যুবক ফোন করে তাঁর মেয়েকে ডাকে । একই গ্রামের ছেলে হওয়ায় তাঁর মেয়ে ফোন পেয়ে বাড়ির বাইরে যায় । সেই সময় মেয়েকে ওই যুবক ও তাঁর বাবা অপহরণ করে কোনও অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়ে লুকিয়ে রাখে । অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে পাননি ৷ ঘটনার প্রেক্ষিতে গ্রামের ওই যুবক ও তাঁর বাবার বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ জানান ওই ছাত্রীর মা । পুলিশ অভিযুক্ত যুবককে জেরা করে (Malda Student Death)৷