মালদা, 15 মার্চ : একুশের বিধানসভা ভোটের আগে আন্তরাজ্য আগ্নেয়াস্ত্র ও মাদকচক্রের চার পাণ্ডাকে গ্রেফতার করল মালদা জেলা পুলিশ । ধৃতদের হেফাজত থেকে দুটি অত্যাধুনিক পিস্তল, চারটি গুলি ভরতি ম্যাগাজিন, 260 গ্রাম ব্রাউন সুগার ও নগদ 24 হাজার টাকা উদ্ধার হয়েছে । ধৃতদের আগামীকাল পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে ।
জঙ্গিপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়ার তত্ত্বাবধানে এই দলকে গ্রেফতার করা হয় । পুলিশ সুপারকে সাহায্য করে, ক্রাইম মনিটারিং গ্রুপ, পাবলিক ক্লথ পার্টি ও স্পেশাল অপারেশন গ্রুপের তিনটি দল । একত্রিত হানা দিয়ে আন্তরাজ্য আগ্নেয়াস্ত্র ও মাদকচক্রের চার পাণ্ডাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে । এই কারবারীরা নির্বাচনের সময় আগ্নেয়াস্ত্র ও মাদক পাচার করে থাকে এমনটাই জানা গেছে পুলিশের তরফ থেকে । জঙ্গিপুর থেকে খবর পাওয়ার পর থেকেই পুলিশের তিনটি দল সক্রিয় ছিল এমনটাই জানান ডিএসপি (হেডকোয়ার্টার) প্রশান্ত দেবনাথ । প্রথমে গাজোলের নাকা চেকিংয়ে দুটি সাত মিলিমিটারের অত্যাধুনিক পিস্তল, চারটি তাজা কার্তুজ ভরতি ম্যাগাজিন উদ্ধার করা হয় । পরে পুলিশের বিশেষ দল কালিয়াচকের সুলতানগঞ্জে হানা দেয় । সেখানে 260 গ্রাম ব্রাউন সুগার ও নগদ 24 হাজার 400 টাকা উদ্ধার হয় । দুটি ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের নাম রাকেশ কুমার (33), কংগ্রেস সিং (44), মহম্মদ খুরশেদ আলম (26) ও রিণ্টু রজক (26) । রাকেশ, কংগ্রেস ও খুরশেদ বিহারের খাগারিয়ার বাসিন্দা । রিণ্টুর বাড়ি কালিয়াচকের খাসচাঁদপুরে ।