পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Malda Bomb Blast: মানিকচক বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার 4 - মানিকচক বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার 4

রবিবার রাত আড়াইটে নাগাদ মানিকচকের বালুটোলা এলাকায় দুটি বিস্ফোরণ হয় (Malda Bomb Blast) । এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের । গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও নার্সিংহোমে চিকিৎসাধীন আরও তিনজন ।

Four arrested in bomb blast case at Malda
Malda Bomb Blast

By

Published : Jul 18, 2022, 3:23 PM IST

মালদা, 18 জুলাই: মানিকচক বিস্ফোরণকাণ্ডে চারজনকে গ্রেফতার করল জেলা পুলিশ (Four arrested in bomb blast case at Malda) । ঘটনার পর ধৃতদের মধ্যে তিনজন মানিকচক থেকে পালিয়ে ইংরেজবাজারের গোপন ডেরায় আশ্রয় নিয়েছিল । গতকাল রাতে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ । অপর একজনকে মানিকচক থেকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় ।

উল্লেখ্য, রবিবার রাত আড়াইটে নাগাদ মানিকচকের বালুটোলা এলাকায় দুটি বিস্ফোরণ হয় । এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের । গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যালে ও নার্সিংহোমে চিকিৎসাধীন আরও তিনজন । মৃত এবং আহতরা সকলেই তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত । বিষয়টি কার্যত মেনে নিয়েছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রও ।

তদন্তে নেমে ঘটনাস্থল থেকে পুলিশের তদন্তকারী অফিসাররা বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে । বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়েছে বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে । এ দিকে, ঘটনার সঙ্গে জমি বিবাদ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর যোগ রয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা । যদিও এ প্রসঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ।

মানিকচক বিস্ফোরণকাণ্ডে চারজনকে গ্রেফতার করল জেলা পুলিশ

আরও পড়ুন:তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ! বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত 2, আহত 4

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আসরেউল হক, মোফিজুল শেখ, কালু শেখ ওরফে তোফিজুল এবং তানকির আলম । ধৃতরা সকলেই মানিকচকের বালুটোলা এলাকার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । ধৃতদের সোমবার সাতদিন পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details