মালদা, 21 নভেম্বর : সুজাপুরের প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল ৷ গতকাল বেশি রাতে ফরেনসিক বিশেষজ্ঞ চিত্রাক্ষ সরকারের নেতৃত্বে ঘটনাস্থানে যায় দুই সদস্যের একটি দল ৷ গভীর রাত পর্যন্ত ঘটনাস্থান থেকে নমুনা সংগ্রহের কাজ চলে ৷ অভিশপ্ত কারখানার অদূরে ডাঙা মোড়ের কাছে থাকা আরেকটি কারখানায় গিয়ে ওই একই ধরনের মেশিন পরীক্ষা করে দেখেন বিশেষজ্ঞরা ৷ কথা বলেন স্থানীয়দের সঙ্গে ৷ আজ দুপুরে ফের ঘটনাস্থান পরিদর্শনের কথা রয়েছে তাঁদের ৷ তবে, এনিয়ে বিশেষজ্ঞরা তেমন কিছু জানাননি ৷
সুজাপুরে প্লাস্টিক কারখানায় ফরেনসিক দল, সংগ্রহ করা হল নমুনা - সুজাপুরে বিস্ফোরণ
শুক্রবার রাতে সুজাপুরের প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল৷ আজ দুপুরে ফের ঘটনাস্থান পরিদর্শনের কথা রয়েছে তাঁদের ৷
বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সুজাপুর ৷ 34 নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থানে প্রাণ হারায় দুই নাবালকসহ চার শ্রমিক ৷ পরে মালদা মেডিকেলে একজনের মৃত্যু হয় ৷ কলকাতা নিয়ে যাওয়ার পথে মারা যায় আরও এক শ্রমিক ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, কারখানায় যান্ত্রিক কোনও ত্রুটিতে প্লাস্টিক স্ক্র্যাপ কাটিং মেশিনে বিস্ফোরণ হয়েছে ৷ তবে এনিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা ৷ প্রথম দিন থেকেই BJP-র তরফে বোমা তত্ত্ব দাবি করা হয় ৷ প্রায় একই কথা শোনা যায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের গলায় ৷ BJP এই ঘটনায় NIA তদন্ত দাবি করে ৷ যদিও দুর্ঘটনার দিনই সন্ধেয় নিহতদের আর্থিক ক্ষতিপূরণ দিতে আসেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি এই ঘটনায় বোমা তত্ত্ব উড়িয়ে দেন ৷ NIA তদন্তের দাবি নিয়েও কটাক্ষ করেন তিনি৷
তবে এই ঘটনায় উপযুক্ত তদন্ত দাবি করেছিলেন এলাকার মানুষজন ৷ শেষ পর্যন্ত গতকাল বেশি রাতে জেলায় উপস্থিত হয় দুই সদস্যের ফরেনসিক দল৷ দলের নেতৃত্বে রয়েছেন চিত্রাক্ষ সরকার৷ তাঁরা গতকাল গভীর রাত পর্যন্ত ওই কারখানা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন৷ কাছেই থাকা আরেকটি কারখানায় একই ধরনের মেশিনের কাজকর্ম খতিয়ে দেখেন৷ চিত্রাক্ষবাবু জানান, “আপাতত আমরা ঘটনাস্থান থেকে কিছু নমুনা সংগ্রহ করলাম ৷ সবকিছু খতিয়ে দেখা হবে৷ তবে কী কারণে বিস্ফোরণ, তা এখনই বলা সম্ভব নয়৷ এনিয়ে আমাদের আরও কাজ করতে হবে৷” জেলা পুলিশের তরফে জানা গিয়েছে, আজও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থান পরিদর্শন করবেন৷