পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মুখ্যমন্ত্রীর সফরের আগে মালদায় ফুটপাথ জবরদখল মুক্ত করতে অভিযান পৌরসভার - Old Malda Municipality related news

মঙ্গলবার মালদা জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ৷ তার আগে গতকাল সকাল থেকেই শহরের ফুটপাথগুলি জবরদখল মুক্ত করতে পুরাতন মালদা পৌরসভার তরফে শুরু হয়েছে অভিযান ৷ পথে নেমেছেন খোদ পৌরপ্রধান ৷

মালদা

By

Published : Nov 18, 2019, 3:56 AM IST

Updated : Nov 18, 2019, 11:23 PM IST

মালদা, 18 নভেম্বর : ফুটপাথ ও তার ব্যবহার প্রায় ভুলতেই বসেছিলেন মালদার সাধারণ মানুষ ৷ শহরের বেশিরভাগ ফুটপাথের আজ প্রায় অস্তিত্ব নেই বললেই চলে ৷ কারণ জবরদখল ৷ কোথাও শপিংমলের দখলে তো কোথাও ঠিকাদারদের দখলে ৷ অভিযোগ জানাতে সাধারণ মানুষ ছুটে বেড়িয়েছেন কাউন্সিলর থেকে পৌরপ্রধান সকলের কাছে ৷ কিন্তু কোনও সুরাহা হয়নি ৷ অবশেষে কিছুদিনের জন্য হলেও শহরের ফুটপাথগুলি সাধারণ মানুষের ব্যবহার যোগ্য হয়ে উঠতে চলেছে ৷ সৌজন্যে মুখ্যমন্ত্রীর মালদা জেলা সফর ৷

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : কমিশনের 'নিষিদ্ধ' গান বাজালেন বাবুল

গতকাল সকাল থেকেই শহরের ফুটপাথগুলি জবরদখল মুক্ত করতে পুরাতন মালদা পৌরসভার তরফে শুরু হয়েছে অভিযান ৷ রাস্তার ধারে অবৈধভাবে মজুত করা নির্মাণ সামগ্রী খালি করতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে হাজির হয়েছিলেন খোদ পৌরপ্রধান কার্তিক ঘোষ । মঙ্গলবার জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ৷ সে দিন বিকেলে মালদা কলেজ অডিটোরিয়ামে বৈঠক করে তিনি রাত্রিবাস করবেন পুরাতন মালদার মহানন্দা ভবনে ৷

আরও পড়ুন :কলকাতায় শীতের আমেজ, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

মালদা থেকে বুলবুলচণ্ডী মোড় হয়ে একটি রাস্তাটি চলে গেছে নালাগোলা পর্যন্ত ৷ বুলবুলচণ্ডী মোড়টি জনবহুল ৷ প্রতিদিন অনেক যানবাহন চলাচল করে ৷ অথচ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তার দু'ধারে অবৈধভাবে মজুত করা হচ্ছে বালি-ইট-পাথর ৷ প্রতিবাদে সরব হয়েছিলেন এলাকাবাসী ৷ কিন্তু কোনও ফল মেলেনি ।

আরও পড়ুন :মানকরে বিধানচন্দ্র রায়ের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা

অবশেষে ফুটপাথ জবরদখল মুক্ত করতে নড়েচড়ে বসেছে পুরাতন মালদা পৌরসভা । শহরের যে সমস্ত রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সম্ভাবনা রয়েছে সে গুলি ঘুরে ঘুরে পরিষ্কারের নির্দেশ দেন পৌরপ্রধান কার্তিক ঘোষ । তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে মালদায় আসছেন । তিনি আমাদের এলাকাতেই রাত্রিবাস করবেন ৷ তাঁর যাতায়াতের যাতে কোনও অসুবিধে না হয় তাই আজ রাস্তার ধারে মজুত বালি-পাথর সরিয়ে নিতে বলা হয়েছে ব্যবসায়ীদের ৷ শহর যেন কোথাও অপরিষ্কার না থাকে তার জন্য প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা আজ অভিযানে বেরিয়েছি ৷ "

Last Updated : Nov 18, 2019, 11:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details