মালদা, 23 মে :পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম (Firearms making equipments recovered from a pond in Malda)। ঘটনাটি কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বেগুনটোলা গ্রামে । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । শেষ পাওয়া খবর অনুযায়ী তল্লাশি অভিযান থামেনি ।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নতুন বেগুনটোলা গ্রামের বাসিন্দা আনারুল শেখ নামে এক যুবক বেআইনি মাদক পাচারের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ে । তাকে জেরা করে জানা যায়, শুধু বেআইনি মাদকই নয় সে অস্ত্র কারবারেও জড়িত । অস্ত্র তৈরিতে আনারুল শেখ সিদ্ধহস্ত । পুলিশি জেরায় জানায়, সে একসময় এলাকাতেই অস্ত্র তৈরি করত । কিন্তু হঠাৎ গ্রামে পুলিশি হানায় তিনি সেসব সামগ্রী বাড়ির সামনের পুকুরে ফেলে দেয় । এই খবর পেতেই গতকাল সন্ধে থেকে সেই পুকুরপাড়ে পুলিশ মোতায়েন করা হয় । আজ সকালে সেখানে পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অনীশ সরকার । তাঁর নির্দেশে পুকুরের জল পাম্প করে তুলে ফেলার কাজ শুরু হয় । জল কমতেই পুকুর থেকে বেরিয়ে আসতে শুরু করে একের পর এক আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী ।