মালদা, 26 অক্টোবর : দশমীর সকালে পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় পাটের গোডাউনে আগুন লাগে ৷ পুড়ে যায় গোডাউনে থাকা পাট ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে জানা গিয়েছে ৷ দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে গিয়ে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যান পৌরসভার প্রশাসকও ৷
নবাবগঞ্জ এলাকায় পুরাতন মালদার বেশ কয়েকজন বড় ব্যবসায়ীর বাস ৷ এই ব্যবসায়ীরা মূলত কৃষি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ৷ উৎপাদিত কৃষিজ ফসল সংরক্ষণের জন্য তাঁরা এলাকাতেই বেশ কয়েকটি বড় গোডাউন তৈরি করেছেন ৷ এখন জমি থেকে পাট তোলার মরশুম ৷ তাই নিজের গুদামে পাট মজুত করেছিলেন এলাকার ব্যবসায়ী সীতারাম গোয়েঙ্কা ৷ আজ সকালে সেই গোডাউনের ভেন্টিলেটর দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন এলাকার কয়েকজন ৷ সেই খবর চাউর হতেই এলাকার বাসিন্দারা সেটির সামনে ভিড় জমাতে শুরু করেন ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় ৷ গোডাউনের একাংশ ভেঙে দমকলকর্মীরা প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ৷