পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পৌরভোটের আগে ফরাক্কায় ব্রিজ ভেঙে পড়া নিয়ে সরগরম মালদার রাজনীতি - ফারাক্কায় ব্রিজ দুর্ঘটনা নিয়ে সরগরম মালদার রাজনীতি

ফারাক্কায় নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়ার ঘটনা নিয়ে সরব সব দলই ৷

Farakka Bridge incident
ফারাক্কা

By

Published : Feb 17, 2020, 10:37 PM IST

Updated : Feb 17, 2020, 10:55 PM IST

মালদা, 17 ফেব্রুয়ারি : বৈষ্ণবনগরে নির্মীয়মাণ ব্রিজ দুর্ঘটনা ঘিরে সরগরম মালদার রাজনীতি ৷ পৌরভোটের আগে এনিয়ে সরব সব দলই ৷

গতরাত 8টা নাগাদ ভেঙে পড়ে নির্মীয়মাণ ব্রিজটি ৷ প্রথম সেতু থেকে 500 মিটার ডাউনস্ট্রিমে এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে ৷ গত বছর জানুয়ারি থেকে কাজ শুরু হওয়া এই ব্রিজের অধিকাংশ পিলারই তৈরি হয়ে গিয়েছে ৷ এখন গঙ্গায় জল কম ৷ তাই সেতুর কাজও চলছিল দ্রুতগতিতে ৷ এক চিনা ইঞ্জিনিয়ারিং সংস্থার প্রযুক্তিগত সহায়তায় ব্রিজটি তৈরি করছিল দক্ষিণ ভারতের এক নামী ইঞ্জিনিয়ারিং সংস্থা ৷ গতকাল রবিবার থাকায় দুপুরের পর থেকেই ব্রিজের কাজ বন্ধ ছিল ৷ হাতে গোনা কয়েকজন রাতে ভাঙাটোলা খেজুরিয়াঘাট এলাকায় নির্মীয়মাণ ব্রিজের লঞ্চিং রাম্পে সোল্ডারিংয়ের কাজ করছিল ৷ সেই সময়ই ঘটে দুর্ঘটনা ৷

দুর্ঘটনার পর থেকেই বিভিন্ন সময় উঠে আসছে একাধিক তথ্য ৷ এর আগেই নাকি ব্রিজের নকশা ও প্রযুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ যদিও বিভিন্ন দেশে একই প্রযুক্তিতে চিনা ওই নির্মাণকারী সংস্থাটি একাধিক ব্রিজ বানিয়েছে বলে খবর ৷ তবে সে সব ছাপিয়ে সামনে আসতে শুরু করেছে রাজনৈতিক মন্তব্য ৷ জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি কালীসাধন রায়ের মন্তব্য, "এই ঘটনার জন্য কারিগরী ত্রুটি, উদাসীনতা এবং স্থানীয় BJP নেতৃত্বের দুর্নীতি দায়ি ৷ এই ব্রিজ তৈরির ক্ষেত্রে যোগ্য সংস্থার পরামর্শ নেওয়া হয়নি ৷ তারই পরিণতিতে দু'টি প্রাণ চলে গেল ৷ আমরা এই ঘটনায় তদন্ত দাবি করছি ৷ যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটল, তাদের কঠোর শাস্তি দাবি করছি ৷ এই ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই ব্রিজ তৈরিতে কোনও গাফিলতি কিছুতেই মেনে নেওয়া যায় না ৷ এই ঘটনা কেন্দ্রীয় সরকারের চরম ব্যর্থতা৷"

ফরাক্কায় ব্রিজ ভেঙে পড়া নিয়ে সরগরম মালদার রাজনীতি

CPI(M)-এর জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, "কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল হাইওয়ে অথারিটি অফ ইন্ডিয়া এই ব্রিজ নির্মাণের দায়িত্বে ৷ তাই এই ঘটনার তদন্তের দায়িত্বও কেন্দ্রীয় সরকারের ৷ এই ব্রিজ নির্মাণে নিম্নমানের কাজ হচ্ছিল কি না, প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, দেখাশোনার অভাব ছিল কি না তা তদন্ত করে দেখতে হবে ৷ এই ঘটনায় আমরা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি ৷ তৃণমূলের জমানায় এই রাজ্যে ব্রিজ ভেঙেছে, জলের ট্যাঙ্ক বসেছে ৷ এবার BJP সরকারের জমানাতেও ব্রিজ ভাঙার ঘটনা ঘটল ৷ এই ঘটনার দায় কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে ৷"

তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেন, "আমার মনে হয় প্রযুক্তিগত ত্রুটির জন্যই এই ঘটনা ঘটেছে ৷ ব্রিজের নকশাতেও ভুল ছিল ৷ প্রথম ফরাক্কা ব্রিজ যে পদ্ধতিতে তৈরি হয়েছিল তার থেকে এই ব্রিজের প্রযুক্তি অনেক আলাদা ৷ যেভাবে পোস্তার ব্রিজ ভেঙেছিল, ঠিক সেভাবেই এই ব্রিজ ভেঙেছে ৷ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত ৷ এই দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের যথাযথ মর্যাদা দিতে হবে ৷ তাঁদের পরিবারকেও যথাযথভাবে সাহায্য করতে হবে ৷ আর যারা এই ঘটনার পিছনে দায়ি, তাদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি৷"

BJP-র মালদা জেলার মুখপাত্র অজয় গঙ্গোপাধ্যায়ও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ বলেন, "এই ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি ৷ যে কারণেই হোক, দুর্ঘটনা ঘটেছে ৷ তার তদন্তও আমরা দাবি করছি ৷ যাদের জন্য এই দুর্ঘটনা ঘটেছে, তাদের উপযুক্ত শাস্তিরও দাবি করছি ৷ তবে এই ব্রিজ আমাদের প্রয়োজন৷ "

Last Updated : Feb 17, 2020, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details