মালদা, 17 ফেব্রুয়ারি : বৈষ্ণবনগরে নির্মীয়মাণ ব্রিজ দুর্ঘটনা ঘিরে সরগরম মালদার রাজনীতি ৷ পৌরভোটের আগে এনিয়ে সরব সব দলই ৷
গতরাত 8টা নাগাদ ভেঙে পড়ে নির্মীয়মাণ ব্রিজটি ৷ প্রথম সেতু থেকে 500 মিটার ডাউনস্ট্রিমে এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে ৷ গত বছর জানুয়ারি থেকে কাজ শুরু হওয়া এই ব্রিজের অধিকাংশ পিলারই তৈরি হয়ে গিয়েছে ৷ এখন গঙ্গায় জল কম ৷ তাই সেতুর কাজও চলছিল দ্রুতগতিতে ৷ এক চিনা ইঞ্জিনিয়ারিং সংস্থার প্রযুক্তিগত সহায়তায় ব্রিজটি তৈরি করছিল দক্ষিণ ভারতের এক নামী ইঞ্জিনিয়ারিং সংস্থা ৷ গতকাল রবিবার থাকায় দুপুরের পর থেকেই ব্রিজের কাজ বন্ধ ছিল ৷ হাতে গোনা কয়েকজন রাতে ভাঙাটোলা খেজুরিয়াঘাট এলাকায় নির্মীয়মাণ ব্রিজের লঞ্চিং রাম্পে সোল্ডারিংয়ের কাজ করছিল ৷ সেই সময়ই ঘটে দুর্ঘটনা ৷
দুর্ঘটনার পর থেকেই বিভিন্ন সময় উঠে আসছে একাধিক তথ্য ৷ এর আগেই নাকি ব্রিজের নকশা ও প্রযুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ যদিও বিভিন্ন দেশে একই প্রযুক্তিতে চিনা ওই নির্মাণকারী সংস্থাটি একাধিক ব্রিজ বানিয়েছে বলে খবর ৷ তবে সে সব ছাপিয়ে সামনে আসতে শুরু করেছে রাজনৈতিক মন্তব্য ৷ জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি কালীসাধন রায়ের মন্তব্য, "এই ঘটনার জন্য কারিগরী ত্রুটি, উদাসীনতা এবং স্থানীয় BJP নেতৃত্বের দুর্নীতি দায়ি ৷ এই ব্রিজ তৈরির ক্ষেত্রে যোগ্য সংস্থার পরামর্শ নেওয়া হয়নি ৷ তারই পরিণতিতে দু'টি প্রাণ চলে গেল ৷ আমরা এই ঘটনায় তদন্ত দাবি করছি ৷ যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটল, তাদের কঠোর শাস্তি দাবি করছি ৷ এই ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই ব্রিজ তৈরিতে কোনও গাফিলতি কিছুতেই মেনে নেওয়া যায় না ৷ এই ঘটনা কেন্দ্রীয় সরকারের চরম ব্যর্থতা৷"