মালদা, 22 অগস্ট : পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ অভিযুক্ত প্রিয়ার্ঘ্য সাহা এলাকায় যুব তৃণমূল নেতা বলে পরিচিত ৷ গত শুক্রবার রাতে বেঙ্গালুরু থেকে বাড়ি ফিরছিলেন পাঁচজন পরিযায়ী শ্রমিক ৷ মালদা টাউন স্টেশন রোডে দুই যুবক তাঁদের পথ আটকায় ৷ অভিযোগ নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই পাঁচ পরিযায়ী শ্রমিককে মারধর করে মোবাইল কেড়ে নেয় প্রিয়ার্ঘ্য এবং তার সঙ্গী ৷ এরপর মোবাইল এবং পরিচয় যাচাই করার নামে ওই শ্রমিকদের ইংরেজবাজার থানায় যেতে বলে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা ।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই 5 পরিযায়ী শ্রমিক ইংরেজবাজার থানায় গিয়ে তাঁদের মোবাইলের তথ্য যাচাইয়ের বিষয়টি জানাতেই সন্দেহ হয় কর্তব্যরত আধিকারিকদের ৷ পুলিশের তরফে ওই শ্রমিকদের বিস্তারিত ঘটনা জানাতে বলা হয় ৷ তখন তাঁরা বলেন, স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় উঠতেই একজন বাইক নিয়ে তাঁদের কাছে ৷ সে নিজেকে ইংরেজবাজার পুলিশ আধিকারিক আনিসুর বলে পরিচয় দেয় ৷ তার সঙ্গে পুলিশের ফাইবার স্টিকও ছিল বলে জানিয়েছেন ওই আধিকারিকরা ৷ এর পর সেখানে আরেকজন গিয়ে উপস্থিত হয় ৷ সেও নিজেকে পুলিশ আধিকারিক আকাশ সাহা বলে পরিচয় দেয় ৷