পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Rabindra Jayanti Celebration in Malda: দু'বছর পরও মালদায় জন্ম দিবসে তালাবন্দি রবীন্দ্রনাথের মূর্তি - Rabindra Jayanti Celebration

'বন্দি' রবীন্দ্রনাথ ! প্রশাসনের উদাসীনতায় জন্মজয়ন্তীতেও ঝুলে ভরা আবক্ষ মূর্তি দেখা গেল মালদায় (Even after two years Rabindranath statue locked in Malda)। অথচ রবীন্দ্রভবনের ওই বিল্ডিংয়ে তথ্য সংস্কৃতি দফতর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান (Rabindra Jayanti Celebration in Malda) ।

Even after two years Rabindranath statue locked in Malda
Rabindra Jayanti Celebration

By

Published : May 9, 2022, 2:02 PM IST

মালদা, 9 মে : ঝুলে ভরা আবক্ষ মূর্তি ! কয়েক বছরের একটা শুকনো মালা মূর্তির গলায় ঝুলছে । মূর্তির চারপাশ নোংরা আবর্জনায় ভরে গিয়েছে । গেটে একটি বড় তালা লাগানো (Even after two years Rabindranath statue locked in Malda) ৷

মালদায় জন্ম দিবসে এভাবেই তালাবন্দি খোদ রবীন্দ্রনাথ । অথচ রবীন্দ্রভবনের ওই বিল্ডিংয়ে তথ্য সংস্কৃতি দফতর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হযেছে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান । কেন জন্মজয়ন্তীতে রবীন্দ্রনাথের মূর্তি পরিষ্কার করা হয়নি, কেন একটা মালা পড়ানো হয়নি, এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক শাশ্বতী সাহা । তাঁর দাবি, ওই মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন হয়নি বলেই পাশেই অনুষ্ঠান করে কবিগুরুকে সম্মান জানানো হয়েছে (Rabindra Jayanti Celebration in Malda) ।

দু'বছর পরও মালদায় জন্ম দিবসে তালাবন্দি রবীন্দ্রনাথের মূর্তি

জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক শাশ্বতী সাহা বলেন, "এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না । কারণ সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়নি বলেই, এখানে আমরা কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি । রবীন্দ্রভবন নিয়ে আমি কিছুই বলতে পারব না । কেন না আমার ভূমিকা এখানে দ্বাররক্ষীর মতো । জেলাশাসক হলেন চেয়ারম্যান, আমি মেম্বার সেক্রেটারি । রবীন্দ্রভবনের অনেকটা সংস্কার হয়েছে । টেকনিক্যাল কিছু সমস্যার জন্য কাজ আপাতত আটকে রয়েছে । তবে সরকার টাকা দিচ্ছে, খুব তাড়াতাড়ি রবীন্দ্রভবনের সংস্কারের কাজ শেষ হবে ।"

দু'বছর পরও মালদায় জন্ম দিবসে তালাবন্দি রবীন্দ্রনাথের মূর্তি

আরও পড়ুন :Visva Bharati Celebrate Rabindra Jayanti : নানান অনুষ্ঠানে বিশ্বভারতীতে রবীন্দ্র জন্মোৎসব উদযাপন

উল্লেখ্য, লকডাউন চলাকালীন ঠিক একই ছবি তুলে ধরেছিল ইটিভি ভারত । সেই সময়ও কার্যত বন্দি থাকতে দেখা গিয়েছিল রবীন্দ্রনাথকে । সেই ঘটনার দু'বছর পেরিয়ে গেলেও এখনও সংস্কার হয়নি রবীন্দ্রভবন । জেলা প্রশাসনের অবহেলায় আরও একটা জন্মদিন যেন 'বন্দিদশা'তে কাটাল রবীন্দ্রনাথের ।

ABOUT THE AUTHOR

...view details