পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

House for All: প্রকল্পের টাকা পেয়েও বাড়ি তৈরিতে অনীহা, অর্থ ফেরতের নোটিশ পৌরসভার - ইংরেজবাজার পৌরসভা

মালদা (Malda) শহরে 'হাউস ফর অল' (House for All) প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপভোক্তাদের একাংশের বিরুদ্ধে ৷ তাঁদের টাকা ফেরতের নোটিশ পাঠাচ্ছে ইংরেজবাজার পৌরসভা (English Bazar Municipality) কর্তৃপক্ষ ৷

English Bazar Municipality send notice for misuse of House for All scheme money
House for All: প্রকল্পের টাকা পেয়েও বাড়ি তৈরিতে অনীহা, অর্থ ফেরতের নোটিশ পৌরসভার

By

Published : Jul 25, 2022, 4:34 PM IST

মালদা, 25 জুলাই:শহরাঞ্চলের গরিব মানুষের জন্য চালু রয়েছে সরকারি প্রকল্প 'হাউস ফর অল' (House for All) ৷ কেন্দ্র ও রাজ্য, দুই সরকারের অর্থে এই প্রকল্প চলছে ৷ অভিযোগ, এই প্রকল্পকে শিখণ্ডী করে সরকারি টাকা আত্মসাৎ করছে একশ্রেণির মানুষ ৷ প্রাথমিকভাবে মালদার (Malda) ইংরেজবাজার পৌর এলাকায় (English Bazar Municipality) এমন ঘটনা ধরা পড়েছে ৷ সূত্রের দাবি, বহু মানুষ এই প্রকল্পের আওতায় টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি ৷ অনেকে আবার সামান্য কাজ করেই তা বন্ধ করে দিয়েছেন ৷ এইসব উপভোক্তাকে অবিলম্বে টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠাতে শুরু করেছে ইংরেজবাজার পৌর কর্তৃপক্ষ ৷ একথা জানিয়েছেন চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Choudhury) ৷

উল্লেখ্য, 2015-16 অর্থবর্ষে ইংরেজবাজার পৌর এলাকায় গরিব মানুষের বাড়ি তৈরির জন্য সরকারি এই প্রকল্প চালু করা হয় ৷ হাউস ফর অল প্রকল্পের আওতায় প্রত্যেক উপভোক্তাকে ধাপে ধাপে 3 লক্ষ 65 হাজার টাকা দেওয়া হয় ৷ পৌরসভা সূত্রে জানা গিয়েছে, 2018-19 অর্থবর্ষ পর্যন্ত এই পৌর এলাকার অন্তত 2 হাজার মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে ৷ প্রকল্পের অগ্রগতি নিয়ে সম্প্রতি পৌর কর্তৃপক্ষ মালদা শহরে একটি সমীক্ষা চালায় ৷

আরও পড়ুন:TMC Leader Son Arrested: ডাকাত দলের সঙ্গে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতার ছেলে

এই সমীক্ষায় উঠে আসে, এই শহরের শতাধিক উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরু না করেই কেউ 2 লক্ষ, কেউ আড়াই লক্ষ টাকা তুলে নিয়েছেন ! এঁদের মধ্যে কয়েকজন বাড়ি তৈরির কাজ শুরু করেও বন্ধ করে দিয়েছেন ৷ এই উপভোক্তাদের চিহ্নিত করে নোটিশ পাঠাতে শুরু করেছে পৌর কর্তৃপক্ষ ৷ নোটিশে বলা হয়েছে, হয় পৌরসভাকে নির্দিষ্ট দিনের মধ্যে প্রকল্পের টাকা ফেরত দিতে হবে ৷ অথবা উপভোক্তার নামে ইংরেজবাজার থানায় এফআইআর দায়ের করা হবে ৷ এই নোটিশ পাঠানোর পর ইতিমধ্যেই অভিযুক্তদের একাংশ পৌরসভায় টাকা ফেরত দিয়েছেন ৷ কিন্তু, তাঁদের সংখ্যা নগণ্য ৷ অভিযোগ, বেশিরভাগ উপভোক্তাই এই নোটিশকে পাত্তা দেননি !

এ নিয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, "যাঁদের বাড়ি নেই, অথচ নিজস্ব জমির দলিল রয়েছে, তাঁদের বাড়ি তৈরির জন্য সরকারের 'হাউস ফর অল' প্রকল্প চালু রয়েছে ৷ এই শহরের অনেক মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে ৷ কিন্তু আমরা দেখেছি, অনেক উপভোক্তা টাকা তুলে নেওয়ার পরও বাড়ি তৈরি করেননি কিংবা সামান্য কাজ করেছেন ৷ আমরা তাঁদের টাকা ফেরতের নোটিশ দিয়েছি ৷ টাকা ফেরত না দিলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details