মালদা, 31 অগস্ট: শেষ পর্যন্ত দেখা মিলেছে বৃষ্টির (Rain), তবে বড্ড দেরি করে ৷ পরশু রাত থেকে জেলায় শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি ৷ কিন্তু তার আগেই অনাবৃষ্টির জেরে প্রবল ক্ষতি হয়েছে আমনচাষের (Paddy Cultivation) ৷ জেলা কৃষি দফতর সূত্রে খবর, এবার অন্তত 45 শতাংশ কম জমিতে আমনচাষ করা হয়েছে ৷ তবে এনিয়ে এখনও বিস্তারিত রিপোর্ট তৈরি হয়নি ৷ সবচেয়ে খারাপ অবস্থা বরিন্দ এলাকার গাজোল, বামনগোলা, হবিবপুর ও পুরাতন মালদা ব্লকেক ৷ এই চারটি ব্লকে এমনিতেই সেচ ব্যবস্থা ভালো নয় ৷ জলস্তর মাটির অনেক নীচে থাকায় সাব মার্সিবল পাম্প সব জায়গায় কাজ করে না ৷ আর তাই বৃষ্টির উপরেই নির্ভর করতে হয় কৃষকদের ৷
এবার অনাবৃষ্টির জেলায় তাঁরা ভীষণ সমস্যায় (Due to lack of rain farmers facing problems) ৷ কিছু কৃষক সাহস করে জমিতে ধানের চারা লাগালেও জলের অভাবে জমিতে আগাছা তৈরি হয়েছে ৷ ধানের ফলন না হওয়ার আশঙ্কা করছেন তাঁরা ৷ এই অবস্থায় তাঁদের দাবি, সরকারের তরফে মালদা জেলাকে খরা প্রবণিত ঘোষণা করা হোক ৷ একমাত্র তাহলেই সমস্যার হাত থেকে মুক্ত হতে পারেবেন তাঁরা ।
পুরাতন মালদার বলাতুলি গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, "আজ পর্যন্ত এমন খরা দেখিনি ৷ একেবারেই বৃষ্টি নেই ৷ আমরা কিছু কৃষক সাহসে ভর করে ধান লাগিয়েছে বটে, কিন্তু জলের অভাবে জমিতে ঘাস আর আগাছা তৈরি হয়েছে ৷ শ্রমিক কিংবা বিভিন্ন ধরনের বিষের দামও অনেক বেশি ৷ এত খরচ বহন করাও সমস্যার ৷ সরকারের উচিত, এখনই মালদা জেলাকে খরাপ্রবণ হিসেবে ঘোষণা করে চাষিদের পর্যাপ্ত পরিমাণে অনুদান দেওয়া ৷"