মালদা, 22 জুলাই: নির্মীয়মাণ বাড়ি থেকে রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার রায়পাড়া এলাকায় (dead body recover from malda)। মৃতের নাম সমীর রায় (28)। বাড়ি ইংরেজবাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডের রায় পাড়ায়। সমীর পেশায় টোটোচালক। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মেয়েকে স্কুল থেকে বাড়িতে রেখে টোটো নিয়ে চলে যান তিনি। সেই সময় তাঁর টোটোয় দু’জন যুবক ছিল । তবে ওই দুই যুবককে পরিবারের লোকজন চেনেন না । এরপর আর বাড়ি ফেরেননি সমীর। শুক্রবার সকালে বাড়ির কাছে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে সমীরের দেহ উদ্ধার হয়। তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল ৷ স্ত্রী মামন রায় জানান, “গতকাল দুপুরের পর আর বাড়ি ফেরেনি । রাতে খোঁজাখুজি করেও স্বামীর খোঁজ পাইনি। আজ সকালে ফের খোঁজ করতে গিয়ে ওই নির্মীয়মাণ বাড়িতে স্বামীকে পড়ে থাকতে দেখি। আমার মনে হয় স্বামীকে খুন করা হয়েছে।”