মালদা, 2 জুলাই :সম্পত্তি হাতিয়ে নিয়ে বাবাকে গাছতলায় ফেলে পালিয়ে গেল মেয়ে (Daughter left old father under tree and fled with property)। বৃদ্ধ বাবার থেকে মুখ ফিরিয়েছে বাকি ছেলেমেয়েরাও । 8-10 দিন ধরে গাছতলায় পড়ে রয়েছেন 85 বছরের ওই বৃদ্ধ । গ্রামবাসীরা পুলিশে খবর দিলেও থানা থেকে কেউ খবর নিতে আসেনি বলে অভিযোগ । আসেননি জনপ্রতিনিধিরাও । এ নিয়ে ক্ষোভ রয়েছে গ্রামবাসীদের মনে । তবে বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মালতিপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি।
রতুয়া-1 নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের উত্তর সাহাপুর গ্রামের বাসিন্দা 85 বছরের মীর এরাইত । তাঁর দুই স্ত্রী । প্রথম স্ত্রী আমিনা বিবি বছর পাঁচেক আগে মারা গিয়েছেন । তাঁর মৃত্যুর পর মনোয়ারা বিবিকে বিয়ে করেন এরাইত । দ্বিতীয় পক্ষের স্ত্রীর কোনও সন্তান না-হলেও, প্রথম পক্ষের পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে বৃদ্ধের । একসময় ভ্যান রিকশা চালিয়ে, হাটে হাটে হলুদ বিক্রি করে সংসার চালিয়েছেন । এখন ছেলেমেয়েরাই তাঁকে ঘরছাড়া করেছে ।
প্রথম স্ত্রীর মৃত্যুর পর নিজের তিন বিঘা জমি ছেলেমেয়েদের সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন মীর এরাইত । কিন্তু ছোট মেয়ে মোক্তারিকে তিনি অতিরিক্ত চার কাঠা জমি লিখে দেন । কথা ছিল, মোক্তারি বৃদ্ধ বাবাকে দেখাশোনা করবেন । সম্পত্তি ভাগের পর তিনি ছোট মেয়ের সঙ্গে থাকতেও শুরু করেন । কিন্তু 8-10 দিন আগে সেই মেয়ে তাঁকে গ্রামের একপ্রান্তে হাবেলি এলাকায় আমগাছের নীচে ফেলে রেখে চলে যান । এখন স্থানীয়দের দয়াতেই খাবার পাচ্ছেন তিনি । ছেলেমেয়েরা কেউ ঘুরেও তাকায় না (old man rejected by family living under tree)।