মালদা, 21 জুলাই : লাগাতার বৃষ্টিতে জলস্তর বেড়েই চলেছে মহানন্দার ৷ গত কয়েকদিন ধরেই নদী বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ এর জেরে পুরাতন মালদায় নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে ৷ জল ঢুকতে শুরু করেছে পুরাতন মালদা পৌরসভার সংরক্ষিত এলাকায় ৷ খবর পেয়েই বাঁধ মেরামতির কাজে হাত দিয়েছে পৌর কর্তৃপক্ষ৷ খবর দেওয়া হয়েছে সেচ দপ্তরকেও৷ যদিও এখনও পর্যন্ত সেচ দপ্তরের পক্ষ থেকে কেউ ঘটনাস্থান পরিদর্শনে যাননি ৷ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক৷ আজ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি ৷ ইতিমধ্যেই ওই এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷
দু’তিনদিন আবহাওয়া শুকনো থাকার পর গতকাল থেকে উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি৷ গত ২৪ ঘণ্টায় মালদায় বৃষ্টিপাতের পরিমাণ ৩৬.৮০ মিলিমিটার ৷ সেচ দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সকালে মহানন্দা নদীর জলস্তর ছিল ২১.৩৮ মিটার ৷ যা বিপদসীমা ২১.০০ মিটার থেকে ৩৮ সেন্টিমিটার বেশি৷ জলস্তর আজও বাড়ছে বলে সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে৷ তবে জল কমতে শুরু করেছে গঙ্গার৷ গতকাল সকালে গঙ্গার জলস্তর ছিল ২৪.১৬ মিটার (বিপদসীমা ২৪.৬৯ মিটার)৷ ফুলহরের জলস্তর স্থির রয়েছে৷ গতকাল সকালে এই নদীর জলস্তর ছিল ২৭.৩১ মিটার (বিপদসীমা ২৭.৪৩ মিটার)৷ কোরোনা আতঙ্কের মধ্যে এই মুহূর্তে জেলাবাসীর মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে মহানন্দা ৷