মালদা, 10 মার্চ : সংক্রমণ তলানিতে ৷ ফলে করোনা নিয়ে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস মালদার জেলা স্বাস্থ্য দফতরে (Covid Situation is Under Control in Malda) ৷ আরটি-পিসিআর পরীক্ষার হার কমে গেলেও মালদায় সেভাবে জ্বর, সর্দি-কাশির মতো করোনার উপসর্গ লোকজনের মধ্যে খুব একটা নেই বলেই অনুমান করছেন জেলার স্বাস্থ্যকর্তারা ৷ যদিও পরবর্তী সময়ে চতুর্থ ঢেউ এলে তার মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে চাইছে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ৷ আর সেই কারণে, এখন থেকেই মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷
মালদা মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানাচ্ছেন, “করোনার যা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, তাতে পরিস্থিতি এখন অনেকটাই ভাল ৷ এই মুহূর্তে মেডিক্যালের কোভিড ইউনিটে মাত্র একজন রোগী ভর্তি রয়েছেন ৷ গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন রোগীর সংখ্যা একের বেশি হয়নি ৷ গত তিনদিনে সংক্রমণের হারও খুব কম ৷ গতকাল 238টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছিল ৷ তার মধ্যে মাত্র একজনের নমুনায় সংক্রমণ পাওয়া গিয়েছে ৷ এমনকি বুধবারেই একজনের নমুনা পজিটিভ এসেছিল ৷ তার আগের দিন কোনও নমুনায় সংক্রমণ ধরা পড়েনি ৷ তবে, করোনা মোকাবিলায় আমরা এখনও তৈরি রয়েছি ৷ ভাইরাসকে আটকাতে এখনও সবাইকে কোভিডবিধি মেনে চলতে হবে ৷ তার জন্য আমি সবার কাছে আবেদন জানাচ্ছি ৷’’