মালদা, 11 জানুয়ারি : স্নান করাতে নিয়ে গিতে সাত বছরের দেওরকে জলে ডুবিয়ে মারার ঘটনায় বউদিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা ধার্য আদালত৷ জরিমানা অনাদায়ে আরও 6 মাস জেল খাটতে হবে দোষী আদুরি বিবিকে। ঘটনাটি ঘটেছিল 2017 সালে। তিন বছর পর সুবিচার পেল পরিবার।
মালদার গাজোলের বড়গাছি এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম৷ তাঁর নিকাহ হয় আদুরি বিবির সঙ্গে৷ 2017 সালের 28 এপ্রিল সাত বছরের দেওর ইয়াসিন আলিকে জলে ডুবিয়ে মারার অভিযোগ ওঠে আদুরি বিবির বিরুদ্ধে৷ সেই ঘটনার তদন্তে নেমে গাজোল থানার পুলিশ আদুরি বিবিকে গ্রেপ্তার করে৷ 13 জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে আজ, সোমবার আদালত আদুরি বিবিকে দোষী সাব্যস্ত করে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।