পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

7 বছরের দেওরকে পুকুরে ডুবিয়ে খুন, মহিলার যাবজ্জীবন সাজা - Court

2017 সালের 28 এপ্রিল সাত বছরের দেওর ইয়াসিন আলিকে জলে ডুবিয়ে মারার অভিযোগ ওঠে আদুরি বিবির বিরুদ্ধে৷ সেই ঘটনার তদন্তে নেমে গাজোল থানার পুলিশ আদুরি বিবিকে গ্রেপ্তার করে৷ 13 জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে আজ, সোমবার আদালত আদুরি বিবিকে দোষী সাব্যস্ত করে।

court pronounced life sentence to a lady for murder
7 বছরের দেওরকে পুকুরে ডুবিয়ে খুন, বউদির যাবজ্জীবন সাজা

By

Published : Jan 11, 2021, 9:16 PM IST

মালদা, 11 জানুয়ারি : স্নান করাতে নিয়ে গিতে সাত বছরের দেওরকে জলে ডুবিয়ে মারার ঘটনায় বউদিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা ধার্য আদালত৷ জরিমানা অনাদায়ে আরও 6 মাস জেল খাটতে হবে দোষী আদুরি বিবিকে। ঘটনাটি ঘটেছিল 2017 সালে। তিন বছর পর সুবিচার পেল পরিবার।

মালদার গাজোলের বড়গাছি এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম৷ তাঁর নিকাহ হয় আদুরি বিবির সঙ্গে৷ 2017 সালের 28 এপ্রিল সাত বছরের দেওর ইয়াসিন আলিকে জলে ডুবিয়ে মারার অভিযোগ ওঠে আদুরি বিবির বিরুদ্ধে৷ সেই ঘটনার তদন্তে নেমে গাজোল থানার পুলিশ আদুরি বিবিকে গ্রেপ্তার করে৷ 13 জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে আজ, সোমবার আদালত আদুরি বিবিকে দোষী সাব্যস্ত করে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।

আরও পড়ুন :মেট্রো স্টেশনে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তি

সরকারি আইনজীবী বলেন, “2017 সালের 28 এপ্রিল আদুরি বিবি নামে এক মহিলা সাত বছরের দেওর ইয়াসিন আলিকে স্নান করাতে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মেরে ফেলে৷ সেই ঘটনা অনেকেরই নজরে আসে৷ এমনকী, আদুরি বিবির সন্তানও আদালতে সাক্ষী দিয়ে গিয়েছে৷ যদিও পরিবারের মধ্যে কোনও বিবাদ ছিল না৷ 13 জনের সাক্ষীর ভিত্তিতে বিচারক আদুরি বিবির সাজা হল।”

ABOUT THE AUTHOR

...view details