পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভিন রাজ্যে দুর্ঘটনায় মৃত কোরোনায় আক্রান্ত শ্রমিক, দেহ দিতে অস্বীকার হাসপাতালের - মালদা

আনলক পর্ব শুরু হতে বহু শ্রমিক ভিন রাজ্যে কাজের উদ্দেশে পাড়ি দিচ্ছেন । জ়ুবাইর আলি তাঁর এলাকার কয়েকজনের সঙ্গে চেন্নাইয়ে কাজের উদ্দেশে পাড়ি দেন ।

corona positive migrant labur died in a accident in chennai
ভিন রাজ্যে দুর্ঘটনায় মৃত কোরোনা আক্রান্ত মালদার শ্রমিক

By

Published : Sep 16, 2020, 12:18 PM IST

মালদা, 15 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতিতে মাত্র তিন মাস আগে নিকাহ হয়েছে ৷ কিন্তু বিবি ঘরে আসার পর জমানো টাকা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল ৷ তাই কোরোনার আতঙ্ক নিয়ে 22 দিন আগে চেন্নাই পাড়ি দিয়েছিলেন ইংরেজবাজার ব্লকের জোত বসন্ত গ্রামের জ়ুবাইর আলি (20) ৷ 15 দিন আগে সেখানে কাজে যোগ দেন তিনি ৷ গতকাল টাওয়ারের উপর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান ৷ সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি ৷ পরে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ ফলে জ়ুবাইরের মৃতদেহ বাড়ি নিয়ে আসতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এখন শুধু কান্নার রোল মৃত জ়ুবাইর আলির বাড়িতে ৷

জ়ুবাইরের আব্বা সাবিরুদ্দিন আলি একসময় শ্রমিকের কাজ করতেন ৷ বয়সের সঙ্গে কর্মক্ষমতা হারিয়েছেন ৷ তাঁর পাঁচ ছেলের মধ্যে জ়ুবাইর চতুর্থ ৷ কোরোনা আবহে তিন মাস আগে ছেলের নিকাহ করিয়েছিলেন তিনি ৷ পুত্রবধূ নাসিমা বিবির বাড়ি পাশের গ্রামে ৷ জ়ুবাইরের চাচা মহম্মদ জাকির হোসেন বলেন, “এখানে কাজকর্ম কিছু নেই ৷ তাই ভিনরাজ্যে শ্রমিকের কাজে গেছিল জ়ুবাইর ৷ এখান থেকে যাওয়ার সময় কোরোনা পরীক্ষা করে গিয়েছিল ৷ ওর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল ৷ দুর্ঘটনার পর ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ মৃত্যুর পর ওর লালরসের নমুনা পরীক্ষা করা হয় ৷ তাতে কোরোনা পজ়িটিভ এসেছে ৷ তাই হাসপাতাল কর্তৃপক্ষ জ়ুবেইরের দেহ বাড়ি আনতে দেয়নি ৷ আমরা ওর মৃতদেহ দাবি করছি ৷”

ভিন রাজ্যে দুর্ঘটনায় মৃত কোরোনা আক্রান্ত মালদার শ্রমিক

নরহাট্টা গ্রাম পঞ্চায়েত প্রধান তজিবুর রহমান বলেন, “এখানকার এক পরিযায়ী শ্রমিক চেন্নাই কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়েছেন ৷ কোরোনা সংক্রমিত হওয়ায় সরকারি নিয়ম অনুযায়ী মৃতের দেহ বাড়িতে আনতে দেওয়া হয়নি ৷ আমি ওই শ্রমিকের বাড়িতে গিয়ে দেখা করে এসেছি ৷ আমরা চাই, মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হোক ৷”

লকডাউন শুরু হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়ি ফিরে এসেছিল মালদার পরিযায়ী শ্রমিকদের অধিকাংশ ৷ রাজ্য সরকার তাদের জন্য 100 দিনের কাজের প্রকল্পে উপার্জনের সংস্থান করার আশ্বাস দিয়েছিল ৷ কিন্তু সেই আশ্বাস যে কাগজে-কলমে থেকে গেছে, তার প্রমাণ মিলছে জেলায় ৷ রোজগারের আশায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য শ্রমিক ফের পাড়ি দিচ্ছেন ভিনরাজ্যে ৷ অথচ এখন দেশে প্রতিদিন লক্ষাধিক মানুষ কোরোনা সংক্রমিত হচ্ছেন ৷ এই পরিস্থিতিতে শ্রমিকদের ভিন রাজ্যে পাড়ি দেওয়া সুরক্ষিত কি না তা নিয়ে প্রশ্ন উঠছে । আনলক পর্বে মালদা থেকে ভিনরাজ্যে গিয়ে প্রথম মৃত্যু হল জ়ুবাইরের ৷ এই ঘটনায় প্রশাসন ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details