মালদা, 22 জানুয়ারি: নেতাজির জন্মদিন উপলক্ষে শাসকদলের অন্দরে বিরোধ ৷ ইংরেজবাজার পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান এবং সেই বোর্ডেরই আরেক গুরুত্বপূর্ণ সদস্যের মধ্যে বিরোধ । নেতাজির জন্মজয়ন্তীকে কেন্দ্র করে আজ মালদা শহরে সাফাই অভিযানের আয়োজন করে পৌর কর্তৃপক্ষ৷ সকাল আটটায় সেই অভিযান শুরুর কথা ছিল মালদার উঠোন থেকে ৷ নির্ধারিত সময় সেখানে চলে আসে সাফাইকর্মীরা ৷ আসেন পৌর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য, শিক্ষারত্ন শক্তিপদ পাত্রও ৷ প্রায় 45 মিনিট সেখানে অপেক্ষা করেন শক্তিবাবু ৷ কিন্তু তখনও প্রশাসক বোর্ডের অন্য কেউ সেখানে উপস্থিত না হওয়ায় একরাশ ক্ষোভ উগড়ে চলে যান তিনি ৷ তাঁর চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ-সহ অন্যরা৷ শুরু হয় সাফাই অভিযান ৷ শক্তিবাবুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন নীহারবাবুও ৷
আজ মালদার উঠোন এলাকায় দীর্ঘক্ষণ পৌরসভার কর্মীদের সঙ্গে কথা বলেন শক্তিবাবু ৷ তিনি জানতে পারেন, কী কারণে জমায়েত হয়েছে তা নাকি পৌরকর্মীদের জানা নেই ৷ এদিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও পৌর কর্তৃপক্ষের কারওর দেখা পাননি শক্তিবাবু ৷ সময় পার হতে দেখে কয়েকজন পৌরকর্মী সাফাইয়ের কাজ শুরু করেন ৷ প্রায় পৌনে এক ঘণ্টা অপেক্ষার পর ক্ষিপ্ত হয়ে বাড়ি ফেরেন শক্তিবাবু ৷ শক্তিবাবু জানান, “এই সাফাই কর্মসূচির জন্য সকাল আটটায় সময় দেওয়া হয়েছিল৷ সেই সময় মতো আমি এসেছি৷ এখানে অনেক পৌরকর্মী এসেছেন৷ অথচ তাঁরা কেউ জানেন না আজ কি কর্মসূচি রয়েছে৷ আমাদের কর্মসূচি ছিল, 23 জানুয়ারি নেতাজির জন্মদিনে শহরকে পরিচ্ছন্ন রাখার মাধ্যমে তাঁকে শ্রদ্ধা নিবেদন৷ এখানে যা দেখলাম তাতে আমার ভালো লাগেনি৷" শক্তিবাবুর মতে, শহরের জঞ্জাল যদি পরিষ্কার করার ব্যবস্থা না থাকে, তবে মালদাকে রক্ষা করা যাবে না৷