পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Firing at Kangaroo Court: মালদায় বধূ ধর্ষণের সালিশি সভায় গুলি চালাল অভিযুক্ত, আহত অষ্টম শ্রেণির ছাত্র - আহত অষ্টম শ্রেণির ছাত্র

বধূ ধর্ষণ নিয়ে গ্রাম্য সালিশি সভায় চলল গুলি (Firing at Kangaroo Court) । গুলিবিদ্ধ অষ্টম শ্রেণির ছাত্র । ছুরিকাহত হয়েছেন দু'জন ।

class eight student injured in Firing at Kangaroo Court
Firing at Kangaroo Court

By

Published : Aug 10, 2022, 2:46 PM IST

মালদা, 10 অগস্ট: গ্রামেরই এক বধূকে ঘরে ঢুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল যুবকের বিরুদ্ধে । ওই বধূর অভিযোগের ভিত্তিতে মহরমের রাতে গ্রামে বসেছিল সালিশি সভা । সেই সভা শুরুর মুখেই মারমুখী হয়ে ওঠে ঘটনার মূল অভিযুক্ত । প্রথমে ছুরি দিয়ে একজনকে আহত করে । এরপরেই গুলি চালাতে শুরু করেন তিনি । গুলিবিদ্ধ হয়েছে অষ্টম শ্রেণির এক পড়ুয়া । ছুরিকাহত হয়েছেন দু’জন। গুলিবিদ্ধ কিশোর-সহ এক ছুরিকাহত বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন (class eight student injured in Firing at Kangaroo Court) ।

ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার যাত্রাডাঙা অঞ্চলের একটি গ্রামে । এই ঘটনার প্রেক্ষিতে গ্রামে উত্তেজনা ছড়িয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় চলছে পুলিশি টহলদারি । যদিও ঘটনার পর থেকেই গ্রাম ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা ।

ঘটনার সূত্রপাত কিছুদিন আগে । ওই গ্রামের এক যুবক ভিনরাজ্যে শ্রমিকের কাজ করছিলেন । ঘরে ছিলেন তাঁর স্ত্রী । সম্প্রতি কোনও সুযোগে সেই ঘরে ঢুকে পড়ে গ্রামেরই এক যুবক রাসিদুর রহমান । অভিযোগ, সে প্রথমে ঘুমন্ত বধূর ছবি তোলে । এরপর ওই ছবি দেখিয়ে সেই বধূকে ধর্ষণ করে । সেখানেই শেষ নয়, পরবর্তী সময়েও সে ওই ছবি দেখিয়ে ওই বধূকে ব্ল্যাকমেল করতে থাকে । ওই বধূ গোটা বিষয়টি তাঁর স্বামীকে এবং পরিবারের সদস্যদের জানান । সেই খবর পেয়েই গ্রামে ফিরে আসেন তাঁর স্বামী । গোটা ঘটনাটি জানানো হয় গ্রামের মাতব্বরদের । তার জেরেই গতকাল রাতে বসেছিল সালিশি সভা ।

গ্রামের বাসিন্দা শরিফ শেখ বলেন, "গতকাল রাতে ধর্ষণের একটি ঘটনা নিয়ে সালিশি সভায় বসা হয়েছিল । এই ঘটনায় মূল অভিযুক্ত গ্রামের রেশন ডিলার নবিজান শেখের ছেলে রাসিদুর রহমান । তারা চার ভাই অস্ত্র নিয়ে সভায় হাজির হয়েছিল । সভা শুরুর সময় বেশ কয়েকজন জানান, তাদের কাছে অস্ত্র রয়েছে । রাসিদুরকে সেকথা জিজ্ঞেস করতেই সে একজনকে ছুরি দিয়ে কোপাতে শুরু করে । পরে আরও একজনকে ছুরি মেরে গুলি চালাতে চালাতে বাড়ির দিকে চলে যায় । মোট আটবার গুলি চালায় সে । আমরা কার্তুজের খোল পুলিশের হাতে তুলে দিয়েছি । তার বাবাও কুখ্যাত লোক । এর আগে দু’বার জেল খেটেছে । এই ছেলেটাও অনেককে ধর্ষণ করেছে । এর আগে তার প্রমাণ পাওয়া যায়নি । এ বার প্রমাণ মিলেছিল । আমরা ওদের সবার কঠোর শাস্তি চাই ।"

আরেক গ্রামবাসী মহম্মদ তৌসির আহমেদ বলেন, "ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূর ছবি তুলে ব্ল্যাকমেল করে রাসিদুর তাঁকে ধর্ষণ করে । এনিয়ে গতকাল রাতে গ্রামে সালিশি বসেছিল । সেই সভায় রাসিদুররা ছুরি ও পিস্তল নিয়ে হামলা চালায় । এই ঘটনায় আমরা অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করছি ।"

বধূ ধর্ষণ নিয়ে গ্রাম্য সালিশি সভায় চলল গুলি

আরও পড়ুন:মালদায় যুবকের লালসার শিকার মূক ও বধির কিশোরী

এই ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়ে মালদা মেডিক্যালে ভর্তি রয়েছে স্থানীয় হাইমাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র, 14 বছরের নাইম আলি । মেডিক্যালে চিকিৎসাধীন ছুরিকাহত 32 বছর বয়সি দুলু আলিও । আরেক ছুরিকাহত জাস্টিক শেখকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । মালদা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই বাড়ি ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা । তাদের খোঁজে তল্লাশি চলছে । তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details