পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতা বন্দরে টি হাব গড়ার প্রস্তাব বণিকসভার - hub

চা শিল্পের প্রসারে রাজ্যে একটি টি হাব গড়ে তুলতে কলকাতা বন্দর কর্তৃপক্ষকে প্রস্তাব দিল বণিকসভা CII। শিলিগুড়িতে এক বৈঠকে এই প্রস্তাব দেয় তারা।

টি হাব গড়ার প্রস্তাব বণিকসভার

By

Published : Mar 13, 2019, 7:53 PM IST

Updated : Mar 13, 2019, 10:06 PM IST

শিলিগুড়ি, ১৩ মার্চ : চা শিল্পের প্রসারে রাজ্যে একটি টি হাব গড়ে তুলতে কলকাতা বন্দর কর্তৃপক্ষকে প্রস্তাব দিল বণিকসভা CII। শিলিগুড়িতে এক বৈঠকে এই প্রস্তাব দেয় তারা।

কলকাতা ও হলদিয়া বন্দরের ব্যবহারের মাধ্যমে বিদেশে পণ্য রপ্তানির সুযোগ সুবিধা রয়েছে। তা শিল্পপতিদের কাছে তুলে ধরতে আজ শিলিগুড়িতে শিল্পপতিদের সঙ্গে আলোচনায় বসেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বিনীত কুমার। সেই আলোচনা সভায় CII-র তরফে প্রাক্তন চেয়ারম্যান নরেশ আগরওয়াল উত্তরবঙ্গের চা শিল্পের প্রসারে বন্দরকে কেন্দ্র করে একটি টি হাব গড়ে তোলার প্রস্তাব দেন।

বন্দর কর্তৃপক্ষের তরফে চেয়ারম্যান বিনীত কুমার বলেন, "এই মুহূর্তে পাঁশকুড়ায় আমাদের হাতে ৪০ থেকে ৫০ একর জমি রয়েছে। সেখানে টি হাব গড়ে তোলা যেতে পারে। এখন নির্বাচন পর্ব চলছে। তাই প্রস্তাব নিয়ে কিছু বলা যাবে না। তবে প্রস্তাব নিয়ে ভারতীয় চা পর্ষদের সঙ্গে আলোচনা করব। ভোট মিটলে আমরা সদর্থক পদক্ষেপ নেব।"

Last Updated : Mar 13, 2019, 10:06 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details