পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মালদায় উদ্ধার 250 বোতল নিষিদ্ধ কাফসিরাপ, গ্রেপ্তার 1 - undefined

ভারত বাংলাদেশ সীমান্ত তথা নওদা এলাকা থেকে উদ্ধার 250 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাপ
সিরাপ

By

Published : Sep 15, 2020, 10:40 PM IST

মালদা, 15 সেপ্টেম্বর: 250 বোতল নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল BSF। গতরাতে BSF-এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা নওদা BOP এলাকা থেকে এক পাচারকারীকে গ্রেপ্তার করে । ধৃত পাচারকারীকে গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

চলতি বছরে BSF -এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা প্রায় 63 হাজার নিষিদ্ধ কাফসিরাপ বাজেয়াপ্ত করেছে । BSF -এর 24 নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাতে নওদা BOP-যে কর্মরত জওয়ানরা 8-9জন ভারতীয়দের সন্দেহজনকভাবে কাঁটাতারের দিকে ঘোরাফেরা দেখেন । তাদের হাতে বোতল ভরতি বস্তা ছিল। BSF জওয়ানদের আসতে দেখে বস্তা ফেলে পালানোর চেষ্টা করে তারা । জওয়ানরা তাড়া করে এক পাচারকারীকে ধরে ফেলেন । ধৃত ব্যক্তির নাম রাজকুমার মণ্ডল (32)। বাড়ি কালিয়াচক থানার নওদা বিনপাড়ায় । ঘটনাস্থান থেকে 250টি নিষিদ্ধ কাফসিরাপের বোতল উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য 42 হাজার 500 টাকা । জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে এই পাচারচক্রের সঙ্গে যুক্ত । উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফসিরাপ স্থানীয় এক ব্যক্তি চন্দু মণ্ডলের থেকে নিয়ে বাংলাদেশের নবাবগঞ্জের বাসিন্দা শহিম শেখ নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার ছক কষেছিল তারা। প্রতি 100 বোতল কাফসিরাপ পাচারের জন্য তাদের 9-10 হাজার টাকা দেওয়া হয় । জিজ্ঞাসাবাদের পরে ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফসিরাপসহ তাকে গোলাপগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

BSF- এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চলতি বছরে BSF-এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা প্রায় 63 হাজার নিষিদ্ধ কাফসিরাপ বাজেয়াপ্ত করেছে । BSF- এর জিরো স্মাগলিং কর্মসূচি জারি রয়েছে। জওয়ানরা সেই কর্মসূচিতে নিজেদের দায়িত্ব যথারীতি পালন করছেন ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details