মালদা, 21 অক্টোবর : লিচু বাগানের পাশে থাকা জঙ্গল থেকে উদ্ধার দু'বালতি বোমা ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কালিয়াচক থানার খাস চাঁদপুর গ্রামের দামেশটোলায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ ৷
খাস চাঁদপুর গ্রামটি কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৷ গ্রামের পাশ দিয়ে গেছে পাগলা নদী ৷ আজ সেই নদীর ধারে থাকা একটি লিচু বাগান সংলগ্ন জঙ্গল থেকে বোমাসহ দুটি বালতি উদ্ধার হয় ৷ স্থানীয়রা জানায়, আজ এক গ্রামবাসীর গোরু হারিয়ে গেছিল ৷ সে গোরু খুঁজতে খুঁজতে ওই লিচু বাগানে পৌঁছায় ৷ তখনই বাগানের পাশে থাকা একটি জঙ্গলে বালতিতে রাখা বোমাগুলি দেখতে পায় ৷ সঙ্গে সঙ্গে সে গ্রামবাসীদের খবর দেয় ৷ গ্রামবাসীরা ঘটনাস্থান থেকে অদূরে একটি পুকুরপাড়ে বোমা ফাটানোর চিহ্নও দেখতে পায় ৷ খবর দেওয়া হয় কালিয়াচক থানায় ৷ বর্তমানে বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ৷