পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bomb Blast : কালিয়াচকে বিস্ফোরণে উড়ল তৃণমূল কর্মীর বাড়ির চাল, উদ্ধার জার ভর্তি বোমা - মালদা

মালদার কালিয়াচকে বোমা বিস্ফোরণে ভেঙে পড়ল তৃণমূল কর্মীর বাড়ির একাংশ ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু বোমা ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Bomb Blast in Malda Kaliachak
Bomb Blast in Malda Kaliachak

By

Published : Oct 24, 2021, 9:08 PM IST

মালদা, 24 অক্টোবর : হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল পুরো এলাকা । বাড়ির টালির চালের পাশাপাশি ভেঙে পড়ল দেওয়ালের একাংশও । কোনও হতাহতের খবর নেই । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । ঘটনাটি ঘটেছে কালিয়াচকের পাটুয়াটুলি এলাকায় । ঘটনাস্থল থেকে আরও বোমা উদ্ধার করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে কালিয়াচক থানার অন্তর্গত পাটুয়াটুলির চাঁদপুর এলাকায় সাইমুল শেখের বাড়ির ছাদে বিস্ফোরণ হয় । সাইমুল এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত । বিস্ফোরণে সাইমুলের বাড়ির টালির চাল ভেঙে যায় । ভেঙে যায় দেওয়ালের একাংশও । জানা গিয়েছে, বিস্ফোরণের সময় বাড়িতে কেউ ছিলেন না । খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ । খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে ।

উড়ে গিয়েছে বাড়ির টালির চাল

গোটা ঘটনা নিয়ে পুলিশ-প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে এক টিন বোমা উদ্ধার করেছে পুলিশ । উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াড আসার কথা রয়েছে ।

বিস্ফোরণে ভেঙে পড়েছে বাড়ির একাংশ

আরও পড়ুন : Snake Venom : কুমারগঞ্জের ধান খেত থেকে উদ্ধার 12 কোটি টাকার সাপের বিষ

ABOUT THE AUTHOR

...view details