পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মহানন্দায় নৌকাডুবি ; মৃত 3

বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে নৌকাডুবিতে মৃত তিন ৷ নিখোঁজ এখনও 4 জন ৷ মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর ঘাটের ঘটনা ৷ যদিও জেলাশাসক জানিয়েছেন, তিনি একজনের মৃত্যুর খবর পেয়েছেন ।

নৌকাডুবি

By

Published : Oct 3, 2019, 8:28 PM IST

Updated : Oct 4, 2019, 8:39 AM IST

মালদা, 3 অক্টোবর : বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে নৌকাডুবিতে মৃত তিন ৷ নিখোঁজ এখনও 4 জন ৷ মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর ঘাটের ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় চাঁচল থানার পুলিশ ৷ স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজদের খোঁজ শুরু হয়েছে ৷ খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরেও ৷

আজ মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর ঘাট এলাকায় একটি বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । প্রতিযোগিতা দেখার জন্য মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর, মল্লিকপাড়া এলাকার প্রায় 100 জন স্থানীয় বাসিন্দা নৌকায় করে মুকুন্দপুর ঘাটের উদ্দেশে রওনা দিয়েছিল । মহানন্দার মাঝামাঝি নৌকাটি জলে তলিয়ে যায় । ঘটনায় মৃত তিন ৷ নিখোঁজ 4 জন ৷ বেশিরভাগ সাঁতরে পাড়ে উঠে আসেন ৷ তবে এখনও পর্যন্ত মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি ৷ তাঁরা চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা ৷ নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে ৷

দেখুন ভিডিয়ো...

SDO সব্যসাচী রায় বলেন, "মর্মান্তিক ঘটনা ৷ প্রশাসনিক সমস্ত মহলকে সতর্ক করা হয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থানের উদ্দেশে রওনা দিয়েছে ৷ জেলাশাসকও মালদা থেকে ঘটনাস্থানের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ আমরা পরিস্থিতি মোকাবিলায় তৈরি আছি ৷"

জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানান, এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ নদীতে জলস্তর বেড়ে গেছে ৷ নৌকায় অতিরিক্ত যাত্রী থাকায় মাঝ নদীতে এই দুর্ঘটনা ৷ তিনি ঘটনাস্থানের উদ্দেশে রওনা দিয়েছেন ৷

Last Updated : Oct 4, 2019, 8:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details