পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Paddy Procurement : মরশুমের শুরুতেই মালদায় সহায়ক মূল্যে ধান বিক্রি নিয়ে কৃষক বিক্ষোভ

ধান কেনায় অনিয়ম চলছে ৷ সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারছেন না কৃষকরা ৷ সেই অভিযোগে বিক্ষোভও দেখালেন তাঁরা ৷ ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে ৷

Paddy Procurement
মালদায় ধান কেনা নিয়ে বিক্ষোভ

By

Published : Nov 18, 2021, 2:56 PM IST

মালদা, 18 নভেম্বর : এখনও বেশিরভাগ মাঠের ধান পুরোপুরি পাকেনি । সামান্য কিছু জমিতে আমন ধান পাকলেও তা চাষির ঘরে ওঠেনি । এরই মধ্যে প্রশাসনের তরফে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার জন্য স্লিপ বিলি শুরু হয়ে গিয়েছে । সেই স্লিপ বিলি নিয়ে দালালরাজের অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুরে । অভিযোগ, স্থানীয় মিল মালিক এবং প্রশাসনিক আধিকারিকদের একাংশের যোগসাজশে বঞ্চিত হচ্ছেন কৃষকরা । তাঁদের সহযোগিতায় সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির স্লিপ পৌঁছে যাচ্ছে ফড়েদের কাছে । ফড়ের দল কমিশনের লোভ দেখিয়েও কৃষকদের জমির নথি হাতিয়ে নিচ্ছে । শুধু চাষিরা নন, এই অভিযোগ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যেরও । এসব অবশ্য অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন সরকারি আধিকারিক ।

খরিফ মরশুমে চাষিদের উৎপাদিত ধান সরাসরি কেনা শুরু করেছে রাজ্য সরকার । গোটা রাজ্যেই এই কাজ শুরু হয়েছে । মালদা জেলায় চাষিদের ঘরে ধান উঠতে আরও কিছুদিন বাকি । তাই এখন বিভিন্ন এলাকায় ক্যাম্প করে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির জন্য চাষিদের স্লিপ বিলি করা হচ্ছে । হরিশ্চন্দ্রপুর-2 নম্বর ব্লকের মালিওর-1 গ্রাম পঞ্চায়েতের খন্তা প্রাথমিক বিদ্যালয়েও গতকাল থেকে এই ক্যাম্প শুরু হয়েছে । এই স্লিপ বিলিকে কেন্দ্র করে আজ দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন চাষিরা । তাঁরা ওই ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিককে ঘেরাও করেও বিক্ষোভ দেখান ।

স্থানীয় চাষি মুকলেসুর রহমানের অভিযোগ, "ফড়েরা কুইন্টাল পিছু দু'শো থেকে পাঁচশো টাকা দেবে বলে লোভ দেখাচ্ছে আমাদের । বিনিময়ে আমাদের কার্ড তাদের দিতে হবে। সরকারি আধিকারিকদের যোগসাজশে তারা আগে লাইনে দাঁড়াচ্ছে । আমার বাড়ি মিটনা গ্রামে । সেখান থেকে ক্যাম্পে আসতে কিছুটা সময় লেগেছে । এখানে আসলে ওরা বলছে, তারা নাকি গতকালই নিজেদের নাম লিস্টে তুলে ফেলেছে । কীভাবে এটা হল ? এখানে গোটা বিষয়টাতেই দুর্নীতি হচ্ছে । মিল মালিকদের যোগসাজশে সরকারি কর্মীরা দুর্নীতিতে জড়িত ।"

একই বক্তব্য আরেক কৃষক আজিজুর রহমানের । তিনি বলেন, "ফড়েদের সঙ্গে রাইস মিলারদের যোগ রয়েছে । এর সঙ্গে সরকারি আধিকারিকরাও জড়িত । এদের প্রধান লক্ষ্য, প্রকৃত কৃষকরা যাতে সরকারি ক্যাম্পে ধান বিক্রিতে উৎসাহ হারায় । তারা যেন গ্রামে ফড়েদের ধান বিক্রি করতে বাধ্য হয় । ফড়েরা সেই ধান সরাসরি মিলে ধান বিক্রি করবে । এখানে স্থানীয় একটি রাইস মিলের নাম বেশি শোনা যাচ্ছে । প্রতি কুইন্টালে 300-400 টাকা সরকারি আধিকারিক, মিল মালিক ও ফড়েদের মধ্যে বণ্টন হয়ে যাচ্ছে । এসব এখানে চলতে দেওয়া হবে না ।"

ধান কেনায় অনিয়মের অভিযোগে হরিশ্চন্দ্রপুরে বিক্ষোভ দেখালেন চাষিরা

কৃষকদের অভিযোগ যে সঠিক, তা একবাক্যে মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বাবলু শেখ । আজ তিনি নিজেও ক্যাম্পে স্লিপ নিতে এসেছিলেন । তিনি বলেন, "আমরা ধান বিক্রির স্লিপ নিতে এসেছি । কিন্তু এখানে আগে থেকেই পাইকারদের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে । অফিসাররাই ঘুষ নিয়ে এই কাজ করছেন । একেকজন পাইকারকে অন্তত 50টি করে কার্ড করে দেওয়া হয়েছে । প্রকৃত কৃষকরা ক্যাম্পে এসেও ধান বিক্রির কার্ড পাচ্ছেন না । তাঁদের ক্ষোভ হওয়া স্বাভাবিক ।"

যদিও কৃষকদের এমন অভিযোগ মানতে নারাজ ওই ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক রাজকুমার পান্ডা । তাঁর বক্তব্য, "চাষিদের দাবি, ক্যাম্পে আজ যাঁরা এসেছেন, তাঁদের সবাইকে একদিনে ধান বিক্রি করতে দিতে হবে । কিন্তু সেটা কিছুতেই সম্ভব নয় । জেলাশাসকের নির্দেশ অনুযায়ী আমি প্রতি ক্যাম্পে 120 জনকে স্লিপ দিতে পারব । কৃষকরা স্লিপ বিলিতে যে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলছেন, তা সঠিক নয় । গতকাল থেকেই স্লিপ বিলি শুরু হয়েছে । জমির নথি দেখে কৃষকদের সেই স্লিপ বিলি করা হচ্ছে । এখানে দুর্নীতির কোনও প্রশ্নই নেই ।"

চাষিদের অভিযোগ খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর-2 নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি ।

আরও পড়ুন : Harishchandrapur Farmers : নিম্নচাপের জেরে বৃষ্টিতে হরিশচন্দ্রপুরের ধান চাষিদের ব্যাপক ক্ষতি

ABOUT THE AUTHOR

...view details