মালদা, 4 জানুয়ারি : ইটিভি ভারতের খবর প্রকাশের পর অবশেষে ঘুম ভাঙল প্রশাসনের । চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটটিউশনের ইনডোর স্টেডিয়াম (Indoor Stadium of Chanchal Siddheswari Institution) থেকে সরিয়ে নেওয়া হল সবুজ সাথীর সাইকেল ৷ ফলে তৈরি হওয়ার দু’বছর পর খেলার জায়গা পেয়ে খুশি পড়ুয়ারা, খুশি শিক্ষকরাও ৷
বছর তিনেক আগে রাজ্য সরকারের যুবকল্যাণ দফতরের উদ্যোগে চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটটিউশনে ইনডোর স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই কাজের দায়িত্ব ছিল চাঁচল 1 নম্বর ব্লক প্রশাসনের ৷ দু’বছর প্রায় আগে 20 লাখ টাকায় সেই স্টেডিয়াম তৈরি হয়েছে (Chanchal Indoor Stadium) ৷ কিন্তু, খেলাধুলো আর চালু হয়নি ৷ সেই স্টেডিয়াম মূলত সবুজ সাথীর সাইকেলের গুদামঘর হয়ে গিয়েছিল ৷ ভোটের সময় সেটিকে অন্যান্য কাজেও ব্যবহার করা হয়েছিলে ৷ এ নিয়ে গত 29 ডিসেম্বর ইটিভি ভারতে খবর প্রকাশিত হয় ৷ তার পরেই নড়েচড়ে বসে চাঁচল 1নং ব্লক প্রশাসন ৷ মহকুমাশাসকের নির্দেশে তড়িঘড়ি খালি করে দেওয়া হয়েছে সেই স্টেডিয়াম ৷ সবুজ সাথীর সাইকেল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে (Sobuj Sathi Cycle Remove from Chanchal Indoor Stadium) ৷
29 ডিসেম্বরই চাঁচলের মহকুমাশাসক কল্লোল পাল জানিয়েছিলেন, স্কুলের স্টেডিয়ামে যাতে ছাত্রছাত্রীরা খেলাধুলো করতে পারে ৷ তার জন্য তিনি দ্রুত পদক্ষেপ নেবেন ৷ প্রশাসনিক সূত্রে খবর, সেদিনই মহকুমাশাসক এই স্টেডিয়াম খালি করার জন্য চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্যকে নির্দেশ দেন ৷ যদিও, এ নিয়ে ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি বিডিও ৷ ফলে যে কাজ মাত্র 4-5 দিনেই করা গেল, তা এতদিন করা যাচ্ছিল না কেন ? তার জবাব পাওয়া যায়নি ৷
আরও পড়ুন : Malda Library : ডিজিটালের যুগে কমছে বই পড়ার অভ্যেস, ফাঁকা মালদা জেলার অধিকাংশ লাইব্রেরি