জঙ্গিপুর , 14 জুন: 34 নং জাতীয় সড়কের উপর সরকারি বাস ডাকাতির ঘটনায় তিন দোষীর সাজা ঘোষণা করলেন জঙ্গিপুর ACGM ফার্স্ট ট্রাকের ফাস্ট কোর্টের বিচারক কাজী আব্দুল হাসেম। নয় বছর পর এই মামলার রায় ঘোষণা হল। তাদের সাত বছরের সশ্রম কারাদন্ড-সহ পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের জেলের নির্দেশ দেওয়া হয়।
বাসে ডাকাতি, 9 বছর পর সাজা ঘোষণা - kolkata
নয় বছর পর 34 নং জাতীয় সড়কের উপর ঘটে যাওয়া সরকারি বাসে ডাকাতির ঘটনার রায় দিলেন জঙ্গিপুর এসিজেএম ফার্স্ট ট্রাকের ফাস্ট কোর্টের বিচারক কাজী আব্দুল হাসেম।
2010 সালের 15 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গগামী একটি সরকারি বাস বালুরঘাট থেকে কলকাতা যাচ্ছিল। ফারাক্কার আলীনগরের কাছে বাসে লুটপাট চালায় দুষ্কৃতীরা।
জঙ্গিপুর কোর্টের সরকারি আইনজীবি অশোককুমার সাহা জানান, ন'বছর আগে ফারাক্কার আলীনগরের কাছে একটি বাসে লুটপাট চালায় চার দুষ্কৃতী। চালক ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে উজ্জ্বল মন্ডল, সুকুমার মন্ডল, ঈশ্বর মন্ডল এবং অশোক মন্ডলের মধ্যে শেষ তিনজনকে ধরে স্থানীয় পুলিশ । উজ্জ্বল মন্ডল এখনও পলাতক। এতদিন মামলা চলার পর আজ 392 ধারায় তাঁদের দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদন্ড দাওয়া হল।