মালদা, 22 সেপ্টেম্বর: প্রসূতিদের সুরক্ষায় রাজ্য সরকার একাধিক প্রকল্প এনেছে ৷ তার মধ্যেও ঘটেছে প্রসূতি মৃত্যুর ঘটনা (Woman Dies of Excessive Bleeding After Childbirth in Malda)৷ চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু প্রসূতির অভিযোগ মৃতের পরিবারের ৷ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে মালদা মেডিক্য়াল কলেজ হাসপাতালে ৷
পরিবার সূত্রে খবর, মৃত মহিলার নাম লক্ষ্মী মণ্ডল (23)। বাড়ি ভূতনির নন্দীটোলায় । স্বামী তন্ময় মণ্ডল পেশায় সিভিক ভলান্টিয়ার । বছর চারেক আগে লক্ষ্মীদেবীর সঙ্গে বিয়ে হয় তন্ময় মণ্ডলের। গতকাল রাত ন‘টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে লক্ষ্মীদেবী মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি হন। অভিযোগ, মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতির পর লক্ষ্মীদেবীর প্রসব যন্ত্রণা শুরু হলেও কোনও চিকিৎসক তাঁকে দেখতে আসেননি ৷ এরপরই রাত দুটো নাগাদ একটি পুত্র সন্তানের জন্ম দেন লক্ষ্মীদেবী । সন্তান প্রসবের পরও রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না লক্ষ্মীদেবীর। রোগীর পরিবারের লোকজন নার্সদের বিষয়টি জানালেও কেউ আসেনি চিকিৎসার জন্য ৷ বৃহস্পতিবার সাকালে চিকিৎসক ওই রোগীকে চিকিৎসা করতে এসে রক্ত জোগাড়ের নির্দেশ দেন ৷ তবে পরিবারের লোকজন রক্ত জোগাড় করে নিয়ে আসার আগেই প্রাণ হারান লক্ষ্মীদেবী ৷