মালদা, 16 অক্টোবর : রাতে বাড়ির পাশে পুজো মণ্ডপে গান বাজছিল । পরিবারের সদস্যদের ঘুমের অসুবিধে হওয়ায় ক্ষেপে লাল হয়ে যান পেশায় পুলিশ কর্মী সুদীপ্ত ভগত ৷ পুলিশের পোশাক পরে মণ্ডপে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । ঘটনাটি পুরাতন মালদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের আদর্শপল্লি এলাকার ।
কয়েকমাস আগে রাজ্য পুলিশের এসআই পদে চাকরি পেয়েছেন আদর্শপল্লির সুদীপ্ত ভগত । আপাতত তিনি ট্রাফিক পুলিশের দায়িত্ব সামলাচ্ছেন । তাঁর বাড়ির পাশেই পাড়ার দুর্গামন্দির । মহানবমীতে অনেক রাত পর্যন্ত দর্শনার্থীরা মালদা শহরের বিভিন্ন পুজো মণ্ডপ পরির্দশন করছিলেন । আদর্শপল্লির মণ্ডপেও ভিড় ছিল ৷ মাইকে বাজছিল গান ৷ অভিযোগ, রাত একটা নাগাদ হঠাৎ সেখানে হাজির হন সুদীপ্ত । অত রাতে গান বাজানোর জন্য তিনি পাড়ার লোকজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন । মণ্ডপে ভাঙচুর চালান ৷ পরিস্থিতি জটিল আকার নেয় । শেষ পর্যন্ত স্থানীয় মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে অবস্থা নিয়ন্ত্রণে আসে ।
স্থানীয় বাসিন্দা প্রণয়কুমার সরকার বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এই পুজো করে আসছি । তবে পুজোর জায়গাটার রেজিস্ট্রি নেই । গতকাল রাতে হঠাৎ মন্দিরের পাশের বাড়ির ছেলে সুদীপ্ত ভগত ওরফে ছোটন এখানে আসে । কিছুদিন আগে পুলিশের চাকরি পেয়েছে । রাতে মাইক বাজানোর জন্য তিনি মাইকম্যানকে মারতে যায় । আমাদের সবাইকে অশ্রাব্য ভাষায় গালাগালি করে । মন্দিরে থাকা চেয়ারগুলি ভেঙে দেয় ৷ সব শুনে আমি দৌড়ে এখানে আসি । ওকে স্যার সম্বোধন করে কথা বলি । সুদীপ্তকে ছোট থেকে বড় হতে দেখেছি আমরা । সেই সুদীপ্ত মন্দিরেও আগুন লাগানোর চেষ্টা করেছে । এমন ঘটনার পর আমরা সুদীপ্তর শাস্তি চাই ।"