মালদা, 24 ডিসেম্বর : ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে চারটি লরি । গুরুতর আহত পাঁচ । আজ ভোরে ঘটনাটি ঘটেছে গাজল টোল প্লাজা সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে । আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ।
পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত পড়েছে জেলায় । ঘন কুয়াশায় ঢেকে রয়েছে শহর । আজ ভোরে গাজল টোল প্লাজা সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় । পরক্ষণেই আরও দুটি লরি এসে দুর্ঘটনাগ্রস্ত ওই লরি দুটিতে ধাক্কা মারে । দুর্ঘটনায় গুরুতর আহত হন পাঁচজন । স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ।