পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কুয়াশার জেরে দুর্ঘটনা, গুরুতর আহত 5 - 5 injured

ঘন কুয়াশায় ঢেকে রয়েছে শহর । যার জেরে দুর্ঘটনার কবলে চারটি লরি । গুরুতর আহত পাঁচ । আজ ভোরে ঘটনাটি ঘটেছে গাঝল টোল প্লাজা সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে । আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ।

road accident
কুয়াশার জেরে দুর্ঘটনা

By

Published : Dec 24, 2019, 11:03 AM IST

মালদা, 24 ডিসেম্বর : ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে চারটি লরি । গুরুতর আহত পাঁচ । আজ ভোরে ঘটনাটি ঘটেছে গাজল টোল প্লাজা সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে । আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ।

পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত পড়েছে জেলায় । ঘন কুয়াশায় ঢেকে রয়েছে শহর । আজ ভোরে গাজল টোল প্লাজা সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় । পরক্ষণেই আরও দুটি লরি এসে দুর্ঘটনাগ্রস্ত ওই লরি দুটিতে ধাক্কা মারে । দুর্ঘটনায় গুরুতর আহত হন পাঁচজন । স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ।

দুর্ঘটনাগ্রস্ত লরি..

আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা । ঘন কুয়াশার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । এখনও পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি ।

এদিকে, দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে গাজল থানার পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে যানজট নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details