মালদা, 16 অগাস্ট : কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে । বাধা দেওয়ায় মহিলাকে মারধরও করা হয়েছে । গতকাল মালদা টাউন এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাটি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা । তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ - malda
আক্রান্ত মহিলার স্বামী মারা গেছেন । সংসার চালাতে তিনি গৃহ পরিচারিকার কাজ করেন ।
নির্যাতিতা জানিয়েছেন, তাঁর স্বামী একবছর আগে মারা গেছেন । এখন দুই মেয়েকে নিয়ে থাকেন । সংসার খরচ চালাতে গৃহ পরিচারিকার কাজ করেন তিনি । বেশ কয়েকমাস ধরে এলাকার তিন যুবক তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিল বলে অভিযোগ । গতকাল দুপুরেও ওই তিনজন ফের তাঁকে কুপ্রস্তাব দেয় । রাজি না হওয়ায় গতরাতে তিন যুবক দরজা ভেঙে ঘরে ঢুকে ওই মহিলার সঙ্গে অশ্লীল আচরণ করে বলে অভিযোগ ।
আক্রান্ত মহিলার অভিযোগ, বাধা দিলে তাঁকে মারধর শুরু করে অভিযুক্তরা । তাঁর চিৎকারে প্রতিবেশীরা চলে আসেন । এরপর অভিযুক্তরা পালিয়ে যায় । ঘটনার পর থেকে তিন যুবক পলাতক । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।