মালদা, 29 মে : ফের বোমা উদ্ধার মালদায় । আরও একবার বোমা উদ্ধার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েত এলাকায় (24 bombs recovered in Malda from a house)। একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ভাবাচ্ছে পুলিশ-প্রশাসনকে । পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা মজুত করা হচ্ছে বলে মনে করছে পুলিশের একাংশ ।
চাঁচল থানার পুলিশের কাছে খবর ছিল, খরবা গ্রাম পঞ্চায়েতের রানিপুর এলাকায় মমতাজ আলির বাড়িতে বোমা মজুত করা হয়েছে । সেই তথ্যের ভিত্তিতে চাঁচল থানার পুলিশ মমতাজের বাড়িতে হানা দেয় । তথ্য অনুযায়ী, বাড়ির পিছনের গোয়ালঘর থেকে উদ্ধার হয় দুই ব্যাগ বোমা । খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচলের এসডিপিও এবং চাঁচল থানার আইসি ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মমতাজের জামাই মইদুল শ্বশুরবাড়িতেই থাকত। এলাকায় নানা অপরাধমূলক কাজের সঙ্গে তিনি জড়িত রয়েছে । এর আগে ছিনতাইয়ের অপরাধে মইদুলকে গ্রেফতার করা হয়েছিল । আজকের বোমা উদ্ধারের ঘটনায় ফের মইদুলকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ (One arrested by police)।