মালদা, 25 অগস্ট : প্রাথমিকে চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে একাধিকবার মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে আবেদন জানিয়েছিলেন ৷ বিক্ষোভ আন্দোলনও করেছিলেন ৷ কিন্তু, তাতে কোনও কাজ হয়নি ৷ এখনও তাঁদের নিয়োগ সংক্রান্ত কোনও আশ্বাস দিতে পারেনি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ । তাই আজ জেলাশাসকের দ্বারস্থ হলেন মালদা জেলার 2014 সালের প্রাথমিকে টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা ৷ আজ তাঁরা রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দেন । প্রাথমিকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ও মিছিল থেকে খেলা হবে স্লোগানও শোনা যায় ।
2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য শিক্ষা দফতর । সেবছর প্রায় 20 হাজার চাকরিপ্রার্থী টেট পরীক্ষায় উত্তীর্ণ হন । কিন্তু, নানা কারণে তাঁদের নিয়োগ আটকে ছিল । বিধানসভা ভোটের মুখে, গত 11 নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন, 2014 সালের প্রায় 20 হাজার টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীর মধ্যে 16 হাজার 500 জনকে 2021 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নিয়োগ করা হবে । বাকিদেরও ধাপে ধাপে নিয়োগ করবে রাজ্য শিক্ষা দফতর । মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন চাকরিপ্রার্থীরা ।
আরও পড়ুন : Bratya Basu-Kunal Ghosh : বিষ খাওয়া 3 শিক্ষিকা সঙ্কটজনক, সরকারি সুবিধের খতিয়ান দিলেন ব্রাত্য-কুণাল
রাজ্যের প্রশাসনিক প্রধানের ঘোষণা অনুযায়ী ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয় । তার ফলও ঘোষিত হয় । কিন্তু প্রায় আট মাস কেটে গেলেও বেশ কয়েক হাজার চাকরিপ্রার্থী এখনও নট ইনক্লুডেড তালিকায় থেকে গিয়েছেন । তাঁদের এখনও চাকরি হয়নি । নিজেদের দ্রুত নিয়োগের দাবিতে মালদার চাকরিপ্রার্থীরা এর আগে বেশ কয়েকবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে আবেদন জানিয়েছিল । তাঁর দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয় । কিন্তু, শুধুমাত্র আশ্বাস ছাড়া আর কিছু জোটেনি । এরই মধ্যে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, 2014 সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদের নিয়োগ শেষ হয়ে গিয়েছে । এতেই মাথায় বাজ পড়ে সবার । আজ মালদা জেলার চাকরিপ্রার্থীরা এ নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়েছেন ৷