মালদা, 23 এপ্রিল: ছাপ্পা ভোট দিতে এসেছে । এই অভিযোগে 2 BJP কর্মীকে পুলিশের হাতে তুলে দিল তৃণমূল কর্মীরা । উত্তর মালদা লোকসভার অন্তর্গত হবিবপুর বিধানসভা কেন্দ্রের 31 নম্বর বুথের ঘটনা ।
হবিবপুরে ছাপ্পা দেওয়ার চেষ্টার অভিযোগ, 2 BJP কর্মীকে ধরল তৃণমূল - tmc
উত্তর মালদার হবিবপুরের 31 নম্বর বুথে ছাপ্পা দেওয়ার চেষ্টার অভিযোগ। দুই BJP কর্মীকে ধরে পুলিশের হাতে তুলে দেয় তৃণমূল কর্মীরা ।
আজ তৃতীয় দফায় দেশের মোট 116টি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ । রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও বালুরঘাটে সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ ।
তৃণমূলের অভিযোগ, অন্য বুথ থেকে দু'জন যুবক মুখে গামছা বেঁধে বাইকে করে এসে 31 নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করে । সেই সময় তৃণমূল কর্মীরাই তাদের হাতেনাতে ধরে ফেলে ।
স্থানীয় তৃণমূল নেতা হরিহর মাহাত বলেন, "ওই দুই যুবক বুথে ছাপ্পা ভোট দিতে এসেছিল । কিন্তু তাদের হাতেনাতে ধরা হলে বিষয়টি অস্বীকার করে । তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । এলাকায় BJP-র এই সন্ত্রাস অবিলম্বে বন্ধ হওয়া উচিত । গতকাল এই বুথেই কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছিল BJP । আর আজ তারাই ছাপ্পা ভোট দিতে আসে ।"