কলকাতা, 6 অক্টোবর : গেরিলা কায়দায় নবান্ন অভিযান হবে বলে আগেভাগেই হুমকি দিয়েছেন অর্জুন সিং ৷ এবার 8 অক্টোবর নবান্ন অভিযান করবে যুব মোর্চা ৷
সূত্রের খবর, সেদিন মোট 4টি মিছিল হবে। প্রথম মিছিলটি BJP-র সদর কার্যালয় থেকে বের হবে। এই মিছিলের নেতৃত্বে থাকবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই মিছিলেই থাকবেন রাজ্যেের BJP সাংসদরা । দ্বিতীয় মিছিল বের হবে হাওড়া ময়দান থেকে। এই মিছিলটির নেতৃত্ব দেবেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ও যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকার এবং রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তৃতীয় মিছিলটি শুরু হবে সাঁতরাগাছি থেকে। চতুর্থ মিছিল শুরু হবে BJP-র নতুন অফিস হেস্টিং থেকে ৷ এই মিছিলের নেতৃত্বে থাকবেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং BJP-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। এছাড়া থাকবেন BJP নেতা শঙ্কুদেব পন্ডা।
বৃহস্পতিবার নবান্ন অভিযান যুব মোর্চার যুব মোর্চার তরফে দলের 39টি সাংগঠনিক জেলা থেকে বাসে করে লোক নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে । অন্যদিকে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য আগামীকাল রাত 10টায় কলকাতা বিমানবন্দরে নামবেন। 8 অক্টোবর নবান্ন অভিযানের কর্মসূচিতে তিনি যোগ দেবেন। সৌমিত্র খাঁ বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিদিন মিছিল করতে পারেন তা হলে আমরা কেন মিছিল করব না? বাংলার বেকার যুবকদের জন্য আমরা এই মিছিল করছি।" যুব মোর্চার সহ সভাপতি ও নবান্ন অভিযানের কনভেনার রাজু সরকার বলেন, পুলিশ বাধা দিলে বাঁধবে লড়াই। পুলিশ বাধা না দিলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেব ।
নবান্ন অভিযান নিয়ে অর্জুন সিং আগেভাগেই হুমকি দিয়ে রেখেছেন ৷ কয়েকদিন আগে তিনি বলেন, "নবান্ন অভিযানে আমরা পুলিশের কোনও বাধাই মানব না। নবান্ন ঘেরাও করা হবেই। আমরা গেরিলা কায়দায় নবান্ন অভিযান করব।"
কৃষি আইন নিয়ে ইতিমদ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এর পরই উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদে পথে নামেন তৃণমূল নেত্রী ৷ এবার রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চায় BJP ৷ নবান্ন অভিযান দিয়ে যার শুরু হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের মত ।