কলকাতা, 12 জুলাই:যুব কংগ্রেসের সভাপতি, সম্পাদক নির্বাচন প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠল দলের অন্দরেই (Youth Congress Membership)৷ সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে আগামীতে হতে চলেছে এই নির্বাচন ৷ আর এই প্রক্রিয়ায় একজনকে দিয়ে একাধিক আবেদনের মাধ্যমে ফলস ভোটিং করানোর অভিযোগ উঠেছে ৷ এ বিষয়ে সন্দেহের অবকাশ ঘটে রাজ্যজুড়ে যুব কংগ্রেস সদস্য সংগ্রহ অভিযানে দেড় লাখেরও বেশি আবেদন জমা পড়ায় ৷ হাইকম্যাান্ডের কাছে এই নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের কয়েকজন নেতা (Youth Congress workers lodge complaint)৷
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদস্য পদ অভিযানে লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে বিধান ভবন । অথচ, তার পরপরই যুব সদস্য সংগ্রহ অভিযানে লক্ষ্যের গণ্ডি পেরনোয় হইচই পড়ে যায় । অনলাইনে যুব কংগ্রেস সদস্য সংগ্রহ অভিযানে রাজ্যজুড়ে প্রায় 1 লাখ 55 হাজার আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর । যদিও তা নিয়ে এখন ডামাডোল শুরু হয়েছে দলেরই অন্দরে । কারণ, এই সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে আগামীতে রাজ্য যুব কংগ্রেসে কে সভাপতি হবেন, কে সম্পাদক হবেন তার নির্বাচন হবে । এই নির্বাচনেই দলের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে (Complaint with Congress high command)।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুব রাজ্য সভাপতি পদপ্রার্থীর অভিযোগ, "বহু জেলাতে একজনকে দিয়ে একাধিক আবেদনের মাধ্যমে ভোট করানো হয়েছে । টাকার বিনিময়ে ভোট কেনা হয়েছে । এই অভিযোগের সুরাহা পেতে ইতিমধ্যে আমি-সহ দুই তিন জন প্রতিযোগী দিল্লিতে মেইল মারফত তদন্তের জন্য দরবার করেছি । যাতে 1 লাখ 55 হাজার আবেদনেরই পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাই করা হয় । তবেই ফলস ভোটিং যে হয়েছে, তা প্রমাণ হয়ে যাবে ।"