প্রেমিকাকে মেসেজ পাঠিয়ে হোটেলে আত্মহত্যা যুবকের - a young man suicide at newtown hotel
হোটেলের রুমে আত্মহত্যা করলেন এক যুবক। মৃত যুবকের নাম চিরন্তন মিত্র (২৪) ৷
কলকাতা,7 মার্চ : নিউটাউনে হোটেলের রুমে আত্মহত্যা করলেন এক যুবক। আত্মহত্যার আগে প্রেমিকা ও পরিবারকে ফোনে মেসেজ করেন চিরন্তন মিত্র (২৪) নামে ওই যুবক। মৃতের বাড়ি হুগলির চুঁচুড়ায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, 5 মার্চ সন্ধ্যাবেলায় নিউটাউন আহিরোনি মার্কেটের পাশে একটি হোটেলে আসেন ওই যুবক। হোটেলের তিন তলায় একটি রুম ভাড়া নেন তিনি। তারপর থেকে ওই যুবক হোটেলের কামরা ছেড়ে আর বাইরে বের হননি। এমনকী কোনও খাবারও অর্ডার করেননি তিনি। এরপর পরিবারের লোকেরা তাঁর খোঁজাখুঁজি করে ওই হোটেলের ঠিকানা পায়।