পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রেমিকাকে মেসেজ পাঠিয়ে হোটেলে আত্মহত্যা যুবকের - a young man suicide at newtown hotel

হোটেলের রুমে আত্মহত্যা করলেন এক যুবক। মৃত যুবকের নাম চিরন্তন মিত্র (২৪) ৷

a young man suicide at newtown hotel
হোটেল ভাড়া করে আত্মহত্যা যুবকের

By

Published : Mar 7, 2020, 11:05 PM IST

Updated : Mar 7, 2020, 11:21 PM IST

কলকাতা,7 মার্চ : নিউটাউনে হোটেলের রুমে আত্মহত্যা করলেন এক যুবক। আত্মহত্যার আগে প্রেমিকা ও পরিবারকে ফোনে মেসেজ করেন চিরন্তন মিত্র (২৪) নামে ওই যুবক। মৃতের বাড়ি হুগলির চুঁচুড়ায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, 5 মার্চ সন্ধ্যাবেলায় নিউটাউন আহিরোনি মার্কেটের পাশে একটি হোটেলে আসেন ওই যুবক। হোটেলের তিন তলায় একটি রুম ভাড়া নেন তিনি। তারপর থেকে ওই যুবক হোটেলের কামরা ছেড়ে আর বাইরে বের হননি। এমনকী কোনও খাবারও অর্ডার করেননি তিনি। এরপর পরিবারের লোকেরা তাঁর খোঁজাখুঁজি করে ওই হোটেলের ঠিকানা পায়।

হোটেলে আত্মহত্যা যুবকের
শনিবার দুপুরে ওই হোটেলে এসে দরজায় ধাক্কা দেন যুবকের প্রেমিকাসহ পরিবারের সদস্যরা। দরজা না খুললে পুলিশকে খবর দেওয়া হয়। নিউটাউন থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করে। এরপর তাঁর মোবাইল ঘেঁটে দেখা যায় তিনি পরিবার ও প্রেমিকাকে আত্মহত্যা করছেন বলে মেসেজ করেন। পুলিশ মোবাইল বাজেয়াপ্ত করেছে। প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এর আগেও চিরন্তন একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে এই আত্মহত্যার পিছনে কী কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ ।
Last Updated : Mar 7, 2020, 11:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details