কলকাতা, 4 জুলাই: কলকাতায় এবার থাবা বসাচ্ছে মুম্বই এবং তামিলনাড়ুর সাইবার দস্যুরা । শহরে বেশ কয়েকটি থানায় অভিযোগ দায়ের হয়েছে । এই নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । তামিলনাড়ুর মাদুরাই এলাকা থেকে রাজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এসেছে সাইবার সেলের গোয়েন্দারা । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা । অভিযোগ, তামিলনাড়ু এবং মুম্বইয়ের পর এবার কলকাতার তরুণীদের টার্গেট করছে এই বিশেষ গ্যাং ।
লালবাজার সুত্রে খবর, সাইবার দস্যুরা মূলত কলকাতার তরুণীদের ফোন করে চাকরির প্রস্তাব দিয়ে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করতে বলছে । সেই অ্যাপ ডাউনলোড করলেই তরুণীর সংশ্লিষ্ট মোবাইলটি সরাসরি সাইবার দস্যুদের দখলে চলে যাচ্ছে ৷ অর্থাৎ তার ফোনটি হ্যাক করে নিচ্ছে সাইবার দস্যুরা ।