পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পাটুলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু - যুবকের মৃত্যু

এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় বাল্মিকী আবাসনে গত ক'দিনের বৃষ্টির জল জমে ছিল । সেখানেই মাছ ধরতে গেছিল সুজয় ।

young-man-died-of-electrocuted-at-patuli
young-man-died-of-electrocuted-at-patuli

By

Published : Jun 18, 2021, 6:30 PM IST

কলকাতা, 18 জুন : ফের শহর কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের । মৃতের নাম সুজয় মণ্ডল (18) । এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে পাটুলি থানা এলাকার বিপি টাউনশিপ অঞ্চলে ।

একটানা ভারী বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৷ ফলে শহরের বহু নিচু এলাকায় জল জমেছে ৷ এদিন এলাকার জমা জলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পাটুলির ওই যুবকের । এলাকার বাসিন্দাদের অভিযোগ, বাল্মিকী আবাসনে গত ক'দিনের বৃষ্টির জল জমে ছিল । সেখানেই মাছ ধরতে গেছিল সুজয় ।

এদিন পথচলতি মানুষ দেখতে পান, ওই যুবককে রাস্তায় পড়ে আছেন ৷ খবর যায় পাটুলি থানায় । এর পর ঘটনাস্থলে আসে পুলিশ ও সিইএসসি (CESC)-র আধিকারিকরা । এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে যুবককে উদ্ধার করে বাঘাতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানকার চিকিৎসকরা জানান, যুবক মৃত ।

আরও পড়ুন: আমফানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রীরামপুরের 2 যুবকের

সম্প্রতি রাজভবনের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক যুবকের । ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণদিত মামলা করেছিল পুলিশ । ফের একই ঘটনা ঘটল শহরে ।

ABOUT THE AUTHOR

...view details