পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভোটের আগে শহরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার যুবক - Gopal Mondal

এবার খাস কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হল এক যুবককে। ধৃতের নাম গোপাল মণ্ডল।

Narendrapur
Gopal Mondal

By

Published : Mar 4, 2021, 11:26 AM IST

কলকাতা, 4 মার্চ : বিধানসভা নির্বাচনের আগে শহর দুষ্কৃতীমুক্ত রাখতে কোমড় বেঁধে নেমেছেন পুলিশ আধিকারিকরা। এবার খাস কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম গোপাল মণ্ডল। তার বাড়ি দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে। বুধবার রাতে তাকে পাটুলি থানার পুলিশ গ্রেফতার করে। কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রসিদ মনির খান বলেন, গোপাল মণ্ডলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে সেই বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি সে। ফলে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল তা জানার চেষ্টা করা হচ্ছে।

গতকাল রাতে টহলরত পাটুলি থানার একটি গাড়ি ওই যুবককে দেখতে পায়। উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করায় পুলিশের সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। তার কাছে একটি ব্যাগও ছিল। অভিযোগ, সেই ব্যাগটি খুলতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্রটি। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ঘাসফুল ছেড়ে শুভেন্দুর সামনে কান ধরে উঠবোস তৃণমূল নেতার

বিধানসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। কোনওরকম ফাঁক রাখতে চাইছেন না কমিশনের পর্যবেক্ষকরা। নির্বাচন ঘোষণা হওয়ার কয়েকদিন আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয়বাহিনী। রাজ্যের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে তারা। তারপরেও শহরে অস্ত্র উদ্ধারের ঘটনায় কার্যত চিন্তার ভাঁজ পুলিশ প্রশাসনের কপালে।

ABOUT THE AUTHOR

...view details