কলকাতা, 14 ফেব্রুয়ারি:ভালোবাসার দিনে অঙ্গদানের নজির। 9 দিনের মাথায় কলকাতায় ফের অঙ্গ প্রতিস্থাপন। ব্রেন ডেথ ঘোষিত রোগীর লিভার ফের কলকাতা থেকে পাঠানো হল দিল্লিতে। 42 বছরের এক ব্যক্তির দুটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে 32 বছর বয়সি এক যুবতির শরীরে। আনন্দপুরের বেসরকারি হাসপাতালে রবিবার ওই ব্যক্তির ব্রেন ডেথ ঘোষণা করেন ডাক্তাররা। ওই রোগীর কর্নিয়াও দান করা হয়েছে।
গত 5 ফেব্রুয়ারি আনন্দপুরের বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর লিভার পাঠানো হয়েছিল দিল্লিতে। আর তাঁর একটি কিডনি পাঠানো হয়েছিল এসএসকেএম হাসপাতালে এবং অন্য কিডনি পাঠানো হয় ফুলবাগানে ইএম বাইপাসের ধারের বেসরকারি একটি হাসপাতালে। দান করা হয়েছিল কর্নিয়াও। এই ঘটনার 9 দিনের মাথায় রবিবার, 14 ফেব্রুয়ারি আনন্দপুরের বেসরকারি ওই হাসপাতালে ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর লিভার ফের কলকাতা থেকে পাঠানো হল দিল্লিতে।
জানা গিয়েছে, দিল্লির ILBS-এ এই লিভার পাঠানো হয়েছে। সেখানে এক রোগীর শরীরে লিভার প্রতিস্থাপন করা হবে। ব্রেন ডেথ ঘোষিত ওই রোগীর দুটি কিডনি পাঠানো হয়েছে মুকুন্দপুরের বেসরকারি একটি হাসপাতালে। সেখানে এই দুটি কিডনি এক রোগীর শরীরে প্রতিস্থাপন করা হবে। এর আগে, গত বছরের 23 অগাস্ট মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর লিভার এবং ফুসফুস কলকাতা থেকে পাঠানো হয়েছিল হায়দরাবাদে।