কলকাতা , ১৫ ডিসেম্বর : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিলেন ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকী । নিছক সাংবাদিক বৈঠক না করে আইনি পথে বিষয়টির মোকাবিলা করার বার্তা দেন তিনি । অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে কোনও উপযুক্ত পদক্ষেপ করছেন না । অন্যদিকে, তহ্বা সিদ্দিকির দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন নিজের অবস্থান স্পষ্ট করেন ৷ মানুষ যেন তাঁকে ভুল না বোঝেন, সেই কাজ যে মমতারই করা উচিত সে কথাও একবার স্মরণ করিয়ে দেন তহ্বা ৷ তাঁর আরও বার্তা রাজ্য সরকার BJP-র পক্ষে না বিপক্ষে আছে, সেটা তৃণমূল সরকারকেই স্পষ্ট করতে হবে ৷
সারা রাজ্যে ইতিমধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে । জাতীয় সড়ক অবরোধ ৷ চলেছে দফায় দফায় বিক্ষোভ । মুর্শিদাবাদ জেলার কৃষ্ণপুর স্টেশনে ভাঙচুর করা হয় । আগুন লাগানো হয় ট্রেনে ৷ শনিবার বিকাল সাড়ে চারটে নাগাদ উত্তেজিত জনতা আগুন লাগায় লালগোলা স্টেশনে ৷ এরপর 34 নম্বর জাতীয় সড়কে সূতি টোল প্লাজ়াতেও আগুন লাগায় বিক্ষোভকারীরা ৷ টোল প্লাজ়ার কর্মীরা আতঙ্কিত হয় এলাকা ছেড়ে পালিয়ে যান ৷ সারাগাছি স্টেশনেও আগুন ধরায় বিক্ষোভকারীরা । টিকিট কাউন্টারে চলে লুটপাট । পরিস্থিতি সামাল দিতে পরে প্রশাসনের তরফে সর্বদলীয় বৈঠক ডাকা হয় । যদিও মুখ্যমন্ত্রী বারবার সাংবাদিক বৈঠকে রাজ্যে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন । রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন এ রাজ্যে নাগরিকত্ব সংশোধনী বিল কার্যকরী হবে না ।