কলকাতা, 28 অগস্ট : কয়লাপাচার (Coal Scam) কাণ্ডে তৃণমূল কংগ্রেসের (AITC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ৷ সেই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই বার্তা দিলেন অভিষেক ৷ সরাসরি জানালেন যে ইডি-সিবিআই (ED-CBI) দিয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না ৷
একই সঙ্গে তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানিয়েছেন ৷ পশ্চিমবঙ্গে বিজেপি হেরেছে, আগামিদিনে অন্যান্য রাজ্যেও বিজেপিকে হারানোর প্রস্তুতিতে যে সারছে তৃণমূল, সেটাও এদিন স্পষ্ট করে দিয়েছেন অভিষেক ৷
আরও পড়ুন :TMC-BJP : পাখির চোখ 24, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মমতা-অভিষেকের ভিন রাজ্যে লড়াইয়ের ডাক
তাঁর কথায়, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নেই ৷ ত্রিপুরায় সংগঠন শুরু হয়েছে ৷ এতে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে ৷ তাঁর আরও দাবি, 2023 সালে ত্রিপুরায় (Tripura) জিতবে তৃণমূল ৷ তখন ত্রিপুরা রাজ্যে আর দুয়ারে গুন্ডা যাবে না ৷ দুয়ারে সরকার যাবে ৷
এর পরই তিনি ইডি-সিবিআই প্রসঙ্গে চলে আসেন ৷ তিনি বলেন, ‘‘যারা ভাবছে ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে দমিয়ে রাখব, আপনারা যত এসব করবেন, তত দৃঢ় প্রতিজ্ঞ হব ৷’’