কলকাতা, 12 মে : জীবিকার তাগিদে উত্তরপ্রদেশের বাসিন্দারা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছেন । তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগকে আরও মসৃণ করতে বিভিন্ন রাজ্যে দফতর তৈরি করতে চলছে যোগী আদিত্যনাথের সরকার । মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে এমন কার্যালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামিদিনে এমন কার্যালয় হতে পারে কলকাতাতেও (Yogi Government may Start Office in Kolkata) । উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের (Yogi Govt Deputy CM Brajesh Pathak) মন্তব্যে এমন সম্ভাবনা তৈরি হয়েছে ।
প্রসঙ্গত, মুম্বইয়ে উত্তরপ্রদেশের 50 থেকে 60 লক্ষ আদি বাসিন্দা রয়েছেন । তাঁদের সুবিধার জন্য এবার মুম্বইয়ে তৈরি হতে চলেছে আদিত্যনাথ সরকারের (Yogi Adityanath Government) অফিস । একথা সম্প্রতি জানিয়েছে উত্তরপ্রদেশের সরকার ।
এই প্রসঙ্গেই সাক্ষাৎকারে ব্রজেশ পাঠক বলেন, ‘‘ব্যবসা কিংবা চাকরির জন্য উত্তরপ্রদেশের মানুষ রাজ্যের বাইরে বসবাস করেন । তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগ আরও মসৃণ করতে চায় যোগী আদিত্যনাথের প্রশাসন । তাঁরা কোনও সমস্যায় পড়লে যাতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতে মুম্বইয়ে অফিস করার সিদ্ধান্ত নিয়েছি ।’’