কলকাতা, 18 ফেব্রুয়ারি : ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী 22 ফেব্রুয়ারি 24 ঘণ্টার ধর্মঘটের ডাক দিল হলুদ ট্যাক্সি ও অ্যাপ ক্যাব সংগঠনের একাংশ ।
যে হারে জ্বালানির দাম বাড়ছে, তার ফলে হলুদ ট্যাক্সি ও অ্যাপ ক্যাবগুলি চালানো অসম্ভব হয়ে পড়ছে মালিকদের পক্ষে। তবে, প্রতিদিন যে হারে ডিজ়েল ও পেট্রলের দাম বাড়ছে, তার তুলনায় গত 5 বছর যাবৎ একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ট্যাক্সির ভাড়া । তাই এবার ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী 22 ফেব্রুয়ারি সকাল 7টা থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিল এআইটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ ট্যাক্সি কো-অর্ডিনেশন কমিটি ৷ ধর্মঘটে যোগ দেবে সংগঠনের সঙ্গে থাকা অ্যাপ ক্যাবগুলিও।
সংগঠনের প্রতিষ্ঠাতা নাবাল কিশোর শ্রীবাস্তব বলেন, ‘‘বর্তমানে ডিজ়েলের দাম গিয়ে ঠেকেছে 83.54 টাকা প্রতি লিটার । বহুদিন ধরে ট্যাক্সি ও অ্যাপ ক্যাব সংগঠনগুলি জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসলেও তেমন কোনও ফল হয়নি । কেন্দ্র ও রাজ্যকে দফায় দফায় চিঠি দিয়েও কোনও সদুত্তর মেলেনি। এবার আমাদের পিঠ একেবারে দেওয়ালে ঠেকে গিয়েছে । এভাবে আর ট্যাক্সি চালানো সম্ভব হচ্ছে না। তাই ভাড়া বৃদ্ধির দাবি জানাচ্ছি। অর্থাৎ ট্যাক্সি মিটারের ফার্স্ট ডাউন 30 টাকা থেকে বাড়িয়ে 50 টাকা করতে হবে। পাশাপাশি প্রতি কিলোমিটারে 15 টাকার পরিবর্তে 25 টাকা করতে হবে। ওয়েটিং চার্জেও বদল আনতে হবে। 2 মিনিট 12 সেকেন্ড ওয়েটিংয়ের ক্ষেত্রে বর্তমান 1 টাকা 30 পয়সার বদলে 2 টাকা 50 পয়সা করতে হবে।"
অগ্নিমূল্য জ্বালানি, ভাড়া বৃদ্ধির দাবিতে ট্যাক্সি সংগঠনের ধর্মঘট - এআইটিউসি
22 ফেব্রুয়ারি 24 ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক হলুদ ট্যাক্সি ও কিছু অ্যাপ ক্যাব সংগঠনের একাংশের ৷ লাগাম ছাড়া জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে তাদের পক্ষে আর গাড়ি নামানো সম্ভব হচ্ছে না ৷ তাই ভাড়া বাড়ানোর দাবিতে এই ধর্মঘট ডেকেছে পশ্চিমবঙ্গ ট্যাক্সি কো-অর্ডিনেশন কমিটি ৷
অগ্নিমূল্য জ্বালানি, ভাড়াবৃদ্ধির দাবিতে ট্যাক্সি সংগঠনের ধর্মঘট
আরও পড়ুন :অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করল বাগডোগরা এয়ারপোর্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন
পশ্চিমবঙ্গ ট্যাক্সি কো-অর্ডিনেশন কমিটির তরফে জানানো হয়েছে, বনধের দিন বেলা 12 টার সময় পরিবহণ দপ্তরের সামনে একটি বিশাল জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেদিন তারা পরিবহণ দপ্তরে এই বিষয় একটি চিঠি জমা দেবে । তাদের পথ আটকানো হলে, প্রয়োজনে আইন অমান্য করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ৷