মেষ : বছরের শুরুটা ভালোভাবে কাটার সম্ভাবনা আছে। পেশাগত জীবনে সাফল্যের প্রত্যাশা করতে পারেন ৷ বিশেষ মনোযোগী হতে পারেন কাজের প্রতি। ভবিষ্যতের পরিকল্পনা করতে সক্ষম হতে পারেন। কাজের ক্ষেত্রে আসতে পারে স্থায়িত্বও। কোনও সরকারি বা আইনি বিষয় অমীমাংসিত অবস্থায় থাকলে , তার সমাধান করাকে গুরুত্ব দিতে উৎসাহী হতে পারেন। আগ্রহী হতে পারেন সম্পর্ককে মজবুত করতে। নানা কারণে দূরত্ব বাড়তে পারে বন্ধুদের সঙ্গে ৷ কিন্তু আনন্দ দিতে পারে প্রিয়জনের সঙ্গ। বিপরীত লিঙ্গের মানুষদের মুগ্ধ করতে পারে বাচনিক দক্ষতা। বছরের মাঝামাঝি সময়ে আর্থিক মন্দা দেখা দিতে পারে ৷ কাজেই, এই সময়ে খরচ করার ব্যাপারে সতর্ক থাকতে হতে পারে। অপ্রত্যাশিতভাবে পেতে পারেন কোনও সরকারি স্বীকৃতি ৷ অগ্রজদের থেকে উপহার পাওয়ার সম্ভাবনা আছে ৷ নিষ্পত্তি হতে পারে সম্পত্তি সংক্রান্ত মামলার। স্বাস্থ্য সহায় থাকতে পারে ৷ তবে, বছরের শেষ ভাগে সর্দি-কাশির সমস্যা দেখা দিতে পারে।
বৃষ : বছরের শুরুটাতে নানা কারণে বাধা এলেও সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে পরিস্থিতির। ব্যক্তিগত ও পেশাগত জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন ৷ তবে, মনে রাখতে হবে যে অতিরিক্ত উদ্যম অন্য লোকেদের জন্য সমস্যা তৈরি করতে পারে। ব্যক্তিগত জীবনের ইতিবাচক মনোভাবের প্রভাব পেশাগত জীবনেও পড়তে পারে। উন্নতি আসতে পারে যৌথ ব্যবসাতে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জীবনসঙ্গীর সঙ্গে কথা বলুন ও তার দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করুন, আখেরে লাভবান হতে পারেন। মাঝামাঝি সময়ে আগ্রহী হতে পারেন সম্পর্ক মজবুত করতে। উদ্যোগী হতে পারেন শখ পূরণে ৷ এই সময় আয়ের উৎসের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। শিক্ষার্থীদেরকে পড়াশোনার বিষয় নিয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হতে পারে। দেরিতে হলেও আসতে পারে বিদেশ যাওয়ার যোগ ৷ ভোগাতে পারে স্বাস্থ্য ৷ দেখা দিতে পারে নাক, কান ও গলার সমস্যা । শেষভাগটাতে কথাবার্তা বলার সময় সতর্কতা অবলম্বন করে চলতে হবে। শত্রুদের সঙ্গে আপস করে চলাই সমীচীন হবে ৷
মিথুন : বজায় রেখে চলতে হবে স্পষ্টবাদী অথচ মিষ্টভাষী আচরণ ৷ আসতে পারে অনেক সুবর্ণ সুযোগ তবে সেগুলি হাতছাড়া হওয়ার সম্ভাবনাও আছে ৷ উদ্যম ও পরিকল্পিত কৌশলের মধ্য দিয়ে হতে পারে লক্ষ্যপূরণ ৷ অংশীদারদের কারসাজির কারণে যৌথ ব্যবাসাতে উন্নতি নাও আসতে পারে ৷ কোনও রকম আর্থিক লেনদেন করার আগে সতর্কতা অবলম্বন করতে হবে। বছরের মাঝামাঝি সময় থেকে আসতে পারে উন্নতি। শেষভাগে বিরত থাকতে হবে ঋণ নেওয়া থেকে ৷ বাড়তে পারে অপ্রত্যাশিত খরচ ৷ ঊর্ধ্বতন বা সরকারি কর্মচারীর সঙ্গে কোনও রকম তর্কে জড়িয়ে না পড়াই শ্রেয়। মজবুত হতে পারে পরিবারের লোকজনদের সঙ্গে সম্পর্ক। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করার সদিচ্ছা সাহায্য করতে পারে কাঙ্খিত ফল পেতে। চিন্তায় ফেলতে পারে ছোটোখাট শারীরিক সমস্যা । মোটের উপর বছরটা আশাপ্রদ নাও হতে পারে ।
কর্কট : প্রস্তুত থাকতে হতে পারে জীবনের প্রতিটি পদক্ষেপে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে পারেন ৷ যদিও পাশাপাশি উপহার স্বরূপ পেতে পারেন সুন্দর কিছু মুহূর্ত ৷ তবে যাই হোক না কেন , ইতিবাচক মনোভাবের সাথে জীবনে এগিয়ে যেতে হবে। ছোটো ছোটো কারণে মতবিরোধ হতে পারে প্রিয়জনদের সাথে। এইরকম কঠিন পরিস্থিতি এড়াতে ঠান্ডা মাথায় সবকিছু বিবেচনা করে বিরোধ মিটিয়ে নিতে হতে পারে। চাকরিজীবীরা তাঁদের কাজের জায়গায় কিছু পরিবর্তন আনলে তা ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে। মানসিক অবসাদ আসতে পারে অতিরিক্ত কাজের চাপে ৷ তবে মাঝামাঝি সময়ে পরিস্থিতির উন্নতি হতে পারে। সহকর্মীদের সঙ্গে যাতে সমস্যা না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হতে পারে। যৌথ ব্যবসাতে দেরিতে হলেও উন্নতি আসতে পারে ৷ সম্পর্কের ক্ষেত্রে বছরটা অনুকূল ৷ প্রেমের ক্ষেত্রে বছরের মাঝের সময় সবথেকে ভালো। এই সময় কাউকে টাকা ধার না দেওয়াই শ্রেয়। বছরের শেষের দিকে কোনও অপরিচিত লোকের থেকে কিছু সুবিধা পেতে পারেন। বিরত থাকতে হতে পারে বিনিয়োগ করা থেকে ৷ কেননা , আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। শিক্ষার্থীদের জন্য এই বছর অসাধারণ যেতে পারে ৷ স্বাস্থ্য সম্পর্কে দায়িত্বশীল না থাকলে তার ফল ভুগতে হতে পারে। ডায়বেটিস ও স্থূলতার সমস্যায় ভুগতে পারেন।
সিংহ : বছরটা উদ্যমী ও উৎসাহী হয়ে কাটাতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে কিছু অনিশ্চয়তার মুখোমুখি হতে পারেন ৷ তবে তা জানুয়ারির শেষের দিকে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগ্রহী হতে পারেন নতুন নতুন বিষয়ের প্রতি। বিনোদনমূলক কাজে অর্থ খরচ করতে উদ্যোগী হতে পারেন। ভাঙন ধরতে পারে পুরানো সম্পর্কে ৷ অন্যদিকে গড়ে উঠতে পারে নতুন সম্পর্কও। নতুন সঙ্গী খোঁজা ও নতুন সম্পর্ক শুরু করার ব্যাপারে আবেগপ্রবণ না হওয়াই ভালো। যে কোনও সিদ্ধান্ত অনুমানের ভিত্তিতে নিলে তার ফল ভালো নাও হতে পারে। বিবাহ সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে, সেপ্টেম্বরের পরের থেকে ভালো সময় শুরু হচ্ছে । পেশাগত প্রয়োজনে নতুন কোনও সম্পত্তি কিনতে পারবেন। ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে নতুন জমিজমাও কিনতে পারবেন ৷ এপ্রিল থেকে জুলাই মাস অবধি সময়টা সামগ্রিকভাবে শুভ। জুলাই ও আগস্ট মাসে সুনাম নষ্ট হয়ে যেতে পারে। জানুয়ারি মাসে স্বাস্থ্য ভালো থাকলেও এই মাসের পর থেকে ভোগাতে পারে স্বাস্থ্য। বছরের শেষ ভাগে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলার সময় সতর্ক হতে হবে।
কন্যা : নতুন নতুন সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকেও দেখা দিতে পারে উন্নতি ৷ কিন্তু পরিবারের ব্যাপারে সতর্ক থাকতে হতে পারে। তাঁদের সঙ্গে কথাবার্তা বলার সময় স্পষ্ট ভাবে কথা বলতে হতে পারে। ফেব্রুয়ারির পরে বাড়ির পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা আছে । বছরটা প্রেমের ক্ষেত্রে মোটামুটি ভালো। নতুন কোনও সম্পর্ক শুরু করতে পারেন ৷ যদিও সেক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। বিবাহিত দম্পতিদের জন্য বছরটা ভালো। ব্যবসায়িক প্রতিযোগিতার মুখোমুখি হতে পারেন। প্রত্যাশিত স্বীকৃতি পাওয়ার পথে আসতে পারে নানা বাধা। ফেব্রুয়ারি মাসের পর থেকে সন্তানদের কাছ থেকে আর্থিক সহায়তা নাও পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য এই বছর খুবই ইতিবাচক হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে চাইলে বছরের শেষের দিকে তাতে সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে বছরটা মোটামুটি ভালো।
তুলা : দাম পেতে পারেন কঠোর পরিশ্রমের। বছরের শুরুর দিকে ভ্রমণের সময় কিছু সমস্যা দেখা দিতে পারে ৷ ফেব্রুয়ারির পরের সময় থেকে পূর্বপুরুষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মামলার ফল অনুকূল। প্রাপ্তি ঘটতে পারে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে ৷ আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে ৷ সচেষ্ট হতে পারেন আয়ের উৎস বাড়াতে ৷ তাতে সাফল্যও আসতে পারে। যদিও সেপ্টেম্বরের পরে আয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে। তবে ভবিষ্যত পরিকল্পনা করলে আর্থিক সমস্যা জীবনযাপনে কোনও বাধার সৃষ্টি করতে পারবে না । সম্পর্ক উপভোগ করতে পারবেন। বন্ধুদের সঙ্গে বুঝেশুনে কথা বলতে হবে , তা না হলে মতবিরোধ হতে পারে। সম্পর্কের অবনতি হলেও এপ্রিলের পরে পরিস্থিতির উন্নতি হতে পারে। এপ্রিল থেকে জুলাই অবধি নানা কারণে প্রিয়জনকে নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন ৷ প্রেম পড়লে তা স্থায়ী হতে পারে ৷ মজবুত হতে পারে প্রেমের সম্পর্ক ৷ শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো ৷ পূরণ হতে পারে বিদেশে পড়তে যাওয়ার বাসনা। বছরের শেষের দিকে একই সঙ্গে বিভিন্ন বিষয়ের প্রতি আকৃষ্ট হতে পারেন। বছরটা কাটাতে পারবেন সুস্থ ও চনমনেভাবে ৷ কিন্তু বেড়াতে যাওয়ার আগে বা অ্যাডভেঞ্জারাস কাজকর্ম করার আগে সতর্ক থাকতে হবে ৷ কেননা আঘাত পাওয়ার সম্ভাবনা আছে।
বৃশ্চিক : দীর্ঘমেয়াদি কাজ শেষ করতে পারবেন। উদ্যমী হতে পারেন নতুন কাজ শুরু করতে। কথার ভুল ব্যাখ্যা হওয়ায় লোকজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে ৷ তবে তা ফেব্রুয়ারির শেষের দিকে মিটেও যেতে পারে ৷ দামি ও বিলাসবহুল জিনিসপত্র কিনতে সক্ষম হতে পারেন ৷ কিন্তু আয়ের কথা মাথায় রেখেই আপনার খরচ করা উচিত। বাড়তে পারে আত্মবিশ্বাসী মনোভাব। পেশাগত জীবন অনুকূল। পেতে পারেন সহকর্মীদের সাহায্যও। সম্পর্কের উন্নতি সাধনে সফল হতে পারেন ৷ সহযোগিতা পেতে পারেন প্রিয়জনের কাছ থেকে ৷ এপ্রিল থেকে জুলাই মাসগুলি প্রেমের ক্ষেত্রে ভালো। এই সময় আর্থিক পরিস্থিতিরও উন্নতি হতে পারে ৷ কিন্তু আপনি যদি অকারণ খরচগুলি নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনাকে অন্যের কাছ থেকে অর্থসাহায্য চাইতে হতে পারে। দেখা দিতে পারে আয়ের অনিশ্চয়তা ৷ যার কারণে আগে থেকেই আর্থিক পরিকল্পনা করতে হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই বছর খুবই ইতিবাচক ৷ কিন্তু পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে তাদের কোনও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও সেপ্টেম্বরের পরে হয়ত শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। সহায় থাকতে পারে স্বাস্থ্য ৷ কিন্তু নাক, কান ও গলার সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। বছরের শেষ তিন মাসে যৌথ ব্যবসায় মন্দা দেখা দিতে পারে ৷
ধনু : বছরটা ভালো-মন্দে কাটতে পারে ৷ একই সাথে আনন্দ ও নিরাশা উভয়েরই সম্মুখীন হতে পারেন। ফেব্রুয়ারির পর থেকে পরিস্থিতিতে উন্নতি আসতে পারে। ইতিবাচক বোধের কারণে চটজলদি কাজ সম্পাদন করতে পারবেন। উন্নতি হতে পারে আর্থিক পরিস্থিতিরও। কঠিন সময়ে লড়াই করতে মনকে শক্ত রাখতে হতে পারে। সচেষ্ট হতে পারেন সম্পর্ক বজায় রাখতে। বছরের শুরুর দিকে বিনোদনমূলক কাজে অর্থ খরচ হতে পারে। পেশাগত কাজগুলি ধীরগতিতে এগোতে পারে ৷ কোনও চুক্তি সই করতেও দেরি হতে পারে। ফেব্রুয়ারির শেষে আয়ের উৎস অনিশ্চিত হয়ে যেতে পারে। কাজেই , পূর্ব পরিকল্পনা করে চলাই উচিত। চাকরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। উদ্যমী মনোভাব কাজ শেষ করতে সাহায্য করতে পারে। আংশীদারদের বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে। মনোযোগ বাড়তে পারে সামাজিক বা ধর্মীয় বিষয়ের প্রতি। শিক্ষার্থীদের জন্য বছরটা একটু কঠিন যাওয়ার সম্ভাবনা ৷ ছোটোখাট সমস্যা দেখা দিলেও , মোটামুটি ভালো যেতে পারে স্বাস্থ্য ।
মকর : বিভিন্ন দিক থেকে উন্নতি করার সুযোগ আসতে পারে। নতুন কৌশলের মধ্য দিয়ে পেশাগত লক্ষ্যে পৌঁছতে পারবেন ৷ ফেব্রুয়ারি মাসের পরে কাজ নিয়ে একটু অলস বোধ করতে পারেন ৷ চাকরিজীবীরা কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসার পাশাপাশি সমর্থনও পেতে পারেন।মার্চ থেকে মে মাসের মধ্যে পেশার ব্যাপারে কিছু অসাধারণ সুযোগের প্রত্যাশা করতে পারেন।এই সময় নতুন কিছু শুরু করতে পারবেন ৷ ব্যক্তিগত জীবনে কিছু চড়াই-উৎরাই আসার সম্ভাবনা আছে ৷ সমঝোতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সঙ্গীর প্রতি বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারেন। এপিল থেকে জুলাই মাস প্রেম বা বিবাহিত জীবনের জন্য ভালো ৷ অর্থের গুরুত্ব বুঝতে পারবেন। আয় বুঝে ব্যয় করতে পারবেন ৷ পেশার ব্যাপারে গুরুজনদের থেকে পরামর্শ নেওয়া উচিত। শিক্ষার্থীদের জন্য এ বছর খুবই ভালো ৷ সেপ্টেম্বর মাস শিক্ষার্থীদের জন্য নতুন চালেঞ্জ আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে বছরের শুরুটা ভালো ৷ তবে ঋতু পরিবর্তন বিরুপ প্রভাব ফেলতে পারে স্বাস্থ্যে ৷ সামগ্রিকভাবে বছরটা অনুকূল ৷
কুম্ভ : সাফল্য পেতে হলে সংগ্রাম করে যেতে হবে। বিশেষভাবে নজর দিতে হবে সম্পর্কগুলিকে মজবুত করতে। প্রেম সম্বন্ধীয় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তববাদী হয়ে উঠতে হতে পারে। বিশেষভাবে নজর দিতে হবে স্বাস্থ্যের প্রতি। পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। আইনি ও সরকারি ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন, না হলে বাধা আসতে পারে সুনাম অর্জনে। অপ্রত্যাশিত কারণে বাড়তে পারে খরচ ৷ বছরের শুরুর দিকে প্রযুক্তিগত ক্ষেত্রে ভালো আয় হতে পারে ৷ কিন্তু পরবর্তীকালে তা নানা কারণে ব্যাহত হতে পারে। সামগ্রিকভাবে পরিস্থিতির উন্নতি হতে পারে বছরের মাঝামাঝি সময় থেকে। কর্মস্থান পরিবর্তনের জন্য বছরটা ভালো। পেশাগত ক্ষেত্রে সুবিধা পেতে পারেন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখে চললে ৷ আলাপ হতে পারে নতুন লোকের সঙ্গে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ আপনার জন্য লাভজনক প্রমাণিত হতে পারে। মোটের উপর শেষভাগটা ভালো যেতে পারে ৷
মীন : সুর্বন সুযোগ আসতে পারে চাকরি বা ব্যবসাতে ৷ অল্পেতেই কাউকে বিশ্বাস না করাই উচিত। লোহা, সিমেন্ট, ভারি ইঞ্জিনিয়ারিং-এর সরঞ্জাম বা ভারি যানবাহনের ব্যবসায় নিযুক্ত ব্যক্তিদের জন্য সময়টা ভালো ৷ বিবাদ ও ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে, কাজেই কথাবার্তার ক্ষেত্রে স্পষ্ট ও মিষ্টভাষী হতে বলা হচ্ছে। বছরের শুরুর দিকটা প্রেমের ক্ষেত্রে খুব ভালো নাও কাটতে পারে ৷ মাঝামাঝি সময়ে বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নিলে ইতিবাচক ফল পেতে পারেন। শেষভাগে মজবুত হতে পারে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক। আগ্রহী হতে পারেন পরিবারকে খুশি করার জন্য খরচ করতে। মিটে যেতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে চলা আসা কোনও বিবাদ । আলাপ হতে পারে নতুন নতুন বন্ধুদের সঙ্গে। শেষভাগটাতে বিরত থাকতে হতে পারে নতুন কোনও পরিকল্পনা শুরু করার ক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য বছরটা শুভ। ভোগাতে পারে স্বাস্থ্য ৷