পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মোদি-শাহর স্ক্রিপ্ট অনুসারে আচরণ করছেন ধনকড়, আক্রমণ যশবন্তর - নরেন্দ্র মোদি

রাজ্য়পাল জগদীপ ধনকড়ের আচরণে ক্ষুব্ধ কিছুদিন আগে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া যশবন্ত সিনহা ৷ তাঁর অভিযোগ, মোদি-শাহের পেশ করা স্ক্রিপ্ট অনুসারেই আচরণ করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ৷ যশবন্তের মতে, বাংলায় হার মেনে নিতে না পেরেই রাজ্য়ের প্রশাসনিক প্রধানকে নানাভাবে উত্ত্যক্ত করে চলেছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আর সেই কাজে ব্যবহার করা হচ্ছে সাংবিধানিক প্রধানকে ৷

Yashwant Sinha targets Narendra Modi and Amit Shah in the context of Governor of West Bengal
রাজ্য়পালের প্রসঙ্গ টেনে মোদি-শাহকে তোপ যশবন্ত সিনহার

By

Published : May 13, 2021, 7:01 PM IST

কলকাতা, 13 মে : পশ্চিমবঙ্গের রাজ্যপালের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগলেন কিছুদিন আগে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া যশবন্ত সিনহা ৷ বৃহস্পতিবার টুইটারে তিনি লেখেন, ‘‘মোদি/শাহ-র পেশ করা স্ক্রিপ্ট অনুসারেই আচরণ করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ৷ ওঁরা (মোদি/শাহ) এখনও নির্বাচনের শোচনীয় পরাজয় মেনে নিতে পারেননি ৷ এবং ওঁদের ভারতের সংবিধানের প্রতি কোনও শ্রদ্ধা বা সম্মান নেই ৷ ওঁরা (মোদি/শাহ) কখনও মমতা বন্দ্য়োপাধ্য়াকে শান্তিতে থাকতে দেবেন না ৷"

একুশের নির্বাচন পর্ব শুরুর অনেক আগে থেকেই ফল প্রকাশের আগে পর্যন্ত বিজেপির দাবি ছিল, তারাই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলার মসনদ দখল করতে চলেছে ৷ যা কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলার আমজনতা ৷ তাঁদের ভোটে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী পদে হ্যাটট্রিক করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

এদিকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর মন্ত্রিসভার 43 জন সদস্য শপথ নেওয়ার পরই পুরনো মেজাজে ফিরেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ভোট পরবর্তী হিংসা-সহ নানা ইস্যুতে রাজ্য়ের ভূমিকা নিয়ে সরব হয়েছেন তিনি ৷ সরাসরি বিঁধেছেন মুখ্যমন্ত্রীকে ৷ এমনকী, এদিন কোচবিহার সফরেও যান ধনকড় ৷

আরও পড়ুন :মানুষের ঘায়ে মলম লাগাতেই এই সফর, কোচবিহার বিমানবন্দরে নেমে বললেন রাজ্যপাল

রাজ্য়পালের এই আচরণ ভাল চোখে দেখছে না শাসক শিবির ৷ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা ৷ আর এবার তাঁকে নিশানা করলেন যশবন্তও ৷ আর এই পরিস্থিতির জন্য সরাসরি দায়ী করলেন মোদি-শাহ জুটিকে ৷ তাঁর স্পষ্ট বার্তা, বাংলায় হার মেনে নিতে না পেরেই রাজ্য়ের প্রশাসনিক প্রধানকে নানাভাবে উত্ত্যক্ত করে চলেছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আর সেই কাজে ব্যবহার করা হচ্ছে সাংবিধানিক প্রধানকে ৷

ABOUT THE AUTHOR

...view details