কলকাতা, 13 মে : পশ্চিমবঙ্গের রাজ্যপালের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগলেন কিছুদিন আগে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া যশবন্ত সিনহা ৷ বৃহস্পতিবার টুইটারে তিনি লেখেন, ‘‘মোদি/শাহ-র পেশ করা স্ক্রিপ্ট অনুসারেই আচরণ করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ৷ ওঁরা (মোদি/শাহ) এখনও নির্বাচনের শোচনীয় পরাজয় মেনে নিতে পারেননি ৷ এবং ওঁদের ভারতের সংবিধানের প্রতি কোনও শ্রদ্ধা বা সম্মান নেই ৷ ওঁরা (মোদি/শাহ) কখনও মমতা বন্দ্য়োপাধ্য়াকে শান্তিতে থাকতে দেবেন না ৷"
একুশের নির্বাচন পর্ব শুরুর অনেক আগে থেকেই ফল প্রকাশের আগে পর্যন্ত বিজেপির দাবি ছিল, তারাই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলার মসনদ দখল করতে চলেছে ৷ যা কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলার আমজনতা ৷ তাঁদের ভোটে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী পদে হ্যাটট্রিক করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷