কলকাতা,23 মার্চ : কোরোনা ভাইরাসের আক্রমণ থেকে বিশ্বের মানুষকে রক্ষার উদ্দেশ্যে যজ্ঞ করলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা । একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটািইজার বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।
কোরোনা আক্রমণ থেকে বিশ্বের মানুষকে রক্ষার উদ্দেশ্যে যজ্ঞ - কোরোনা ভাইরাস খবর
কোরোনা ভাইরাসের আক্রমণ থেকে বিশ্বের মানুষকে রক্ষার উদ্দেশ্যে যজ্ঞ করলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা । একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটািইজার বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।
যজ্ঞ
রবিবার তাঁরা ঈশ্বরের কাছে বিশ্বের সকল মানুষের সুস্থতার প্রার্থনা করেন । ভারত সেবাশ্রম সংঘের প্রবীণ সন্ন্যাসীরা আশ্রমের ভিতর যজ্ঞকুন্ডে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে আহুতি দেন ।
এক সন্ন্যাসী বলেন," আমরা বিশ্বের মানুষের জন্য প্রার্থনা করছি । সব মানুষ এই মহামারী থেকে যেন রক্ষা পান । এছাড়া আমরা সাধারণ মানুষের জন্য মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করব ।"
Last Updated : Mar 23, 2020, 6:46 AM IST