কলকাতা, 22 জুলাই:রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দিন থেকেই ক্রস ভোটিংয়ের (Cross Voting in Presidential Election) কথা বলে আসছিলেন বিরোধী দলনেতা-সহ বিভিন্ন বিজেপি নেতারা । অবশেষে রাষ্ট্রপতি নির্বাচনের শেষে প্রকাশিত ফলাফল অনুসারে তাদের আশঙ্কাই সত্যি হল । দিনের শেষে এই রাজ্যের বিধানসভা থেকে এনডিএ প্রার্থী পেয়েছেন একাত্তরটি ভোট । বিজেপির তরফ থেকে 69 জন বিধায়ককে আলাদা করে হোটেলে রেখে নির্দিষ্ট প্রশিক্ষণ দিয়ে ভোট করানো হয়েছিল । বিজেপি বিধায়ক পবন সিংহ ওই দলের বাইরে ছিলেন । কিন্তু ভোটের দিন তিনি বিজেপি বিধায়কদের সঙ্গে মিলে ভোট দেন ৷ যদি তাঁর ভোট দ্রৌপদী মর্মু পেয়ে থাকেন তাহলেও এই সংখ্যাটা 70 । যেহেতু বিজেপি প্রার্থী এ রাজ্যের বিধানসভা থেকে 71টি ভোট পেয়েছেন, তার মানে এমন কেউ আছেন যিনি তৃণমূলে থেকেও দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন (Worry in TMC leadership)।
অন্যদিকে, এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে এই রাজ্য থেকে চার বিধায়কের ভোট বাতিল হয়েছে (President Election 2022)। অনুমান করা হচ্ছে, এই চারটি ভোট এ রাজ্যের শাসক শিবিরের । যদি এমনটি না হয় তাহলে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়া বিধায়কের সংখ্যা আরও বেড়ে যাবে ।